দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিরছেন তামিম
চোটের কারণে প্রথম টি-টোয়েন্টি মিস করা তামিম ইকবাল দ্বিতীয় ম্যাচেই ফিরছেন বলে আশাবাদী বাংলাদেশ দল। ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন দলের সেরা ওপেনার এখন অনেকটাই সেরে উঠেছেন।
প্রথম টি-টোয়েন্টির আগে বা হাতের বাইসেপ মাশলের চোটে পড়েন তামিম। কবজিতে মুশফিকুর রহিমেরও ব্যথা থাকায় জরুরী ভিত্তিতে দলে ডাকা হয়েছিল মোহাম্মদ মিঠুনকে। শেষ পর্যন্ত মুশফিক প্রথম ম্যাচে নামলেও খেলতে পারেননি তামিম।
রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেটে অনুশীলন করেছেন তামিম। খেলছিলেন বড় শট, খালি চোখে দেখে মনে হয়েছে আছেন স্বচ্ছন্দেই। শেষ ম্যাচের আগে তামিমের খেলার প্রবল সম্ভাবনার কথা জানালেন অধিনায়কও, ‘তামিমের অবস্থা এখন অনেক ভালো। আশা করি, সে ফিট হয়ে যাবে। সে আগামীকাল খেলবে ইনশাআল্লাহ্।’
ত্রিদেশীয় সিরিজের ফাইনাল থেকেই চোট সমস্যায় ভুগছে বাংলাদেশ দল। টেস্ট ও টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান আঙুলে চোটে ছিটকে যান। টেস্টের পর তাকে মেলেনি টি-টোয়েন্টিতেও। দলের সেরা দুই তারকাকে ছাড়া টি-টোয়েন্টি ম্যাচে নেমে ব্যাটিংয়ে ভালোই করেছিল বাংলাদেশ। দাঁড় করেছিল নিজেদের ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ। পরে বোলারদের ব্যর্থতায় সেই রান টপকে জিতে যায় শ্রীলঙ্কা।
সিলেটে দ্বিতীয় শেষ ম্যাচ তাই বাংলাদেশের কাছে সিরিজ বাঁচানোর। অধিনায়ক চাইছেন অন্তত শেষ ম্যাচটা হাসিমুখে থাকতে, ‘আমরা সিরিজটা জিততে না পারি, অন্তত ড্র করতে পারি। এবং এটাই লক্ষ্য।’
Comments