হাথুরুসিংহের সঙ্গে মাহমুদউল্লাহও একমত, তবে...

টেস্টের পর টি-টোয়েন্টিতে ভারপ্রাপ্ত অধিনায়ক থাকা মাহমুদউল্লাহ সাবেক কোচের সঙ্গে আংশিক একমত
Mahmudullah
চন্ডিকা হাথুরুসিংহের কথায় আংশিক একমত মাহমুদউল্লাহ। ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশ দল সম্পর্কে অনেক বেশি জানার কারণে সিরিজ জেতার কাজটা সহজ হয়েছে, এমন মত দিয়েছেন শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সদ্য সাবেক হওয়া এই কোচের সঙ্গে একমত হলেও মাহমুদউল্লাহ রিয়াদের মতে নিজেদের কাজটা ঠিকমতো করতে পারলে এমন কথা শুনতে হতো না।

সিরিজ শুরুর আগেই দুদলের কাছে জিজ্ঞাসা ছিল সদ্য সাবেক হওয়া কোচের ইস্যু। সাড়ে তিন বছর বাংলাদেশের সঙ্গে থাকার পর পরই এই দলের প্রতিপক্ষ হয়ে আসা বাড়তি সুবিধা কিনা, এমন প্রশ্নে হাথুরুসিংহে তো এড়িয়ে গেছেনই। মাহমুদউল্লাহদের কথাও ছিল ভিন্ন। কেউ বাড়তি সুবিধা নিতে চাননি, কেউ দিতে চাননি। সিরিজের শেষ দিকে এসে পালটে গেল ভোল। নির্ভার হাথুরুসিংহে জানিয়ে দিয়েছেন মনের গোপন কথাটি। বাংলাদেশ দলের সবটা জানাতেই যে সুবিধা হয়েছে আর অস্বীকার করেননি।

টেস্টের পর টি-টোয়েন্টিতে ভারপ্রাপ্ত অধিনায়ক থাকা মাহমুদউল্লাহ সাবেক কোচের সঙ্গে আংশিক একমত, ‘সাম্প্রতিক সময়ে উনি (হাথুরুসিংহে) আমাদের সঙ্গে ছিলেন, উনি আমাদের সঙ্গে কাজ করেছেন। আমাদের খুঁটিনাটি সম্পর্কে, সবকিছু সম্পর্কে উনি খুব ভালো জানেন। সবকিছু নিয়েই উনার একটা ভালো ধারণা ছিল। যেটা আপনি উল্লেখ করলেন যে, উনি এটা স্বীকার করেছেন। হ্যাঁ, তথ্যগুলো তো অবশ্যই কাজে লাগার কথা।’

কৃতিত্বটা হাথুরুসিংহেকে দিয়েও নিজেদের কাজটা না করার আক্ষেপ তার কণ্ঠে,  ‘আমি বিশ্বাস করি যে, উনিও বেশ উঁচু মানের কোচ। এবং উনার ওই সামর্থ্যটা আছে। আবার একই সময়ে আমরা যদি আমাদের কাজগুলো ঠিকমতো করতে পারতাম, হয়তো ওই জিনিসগুলো অত মূল বিবেচ্য বিষয় হতো না।’

‘আমার মনে হয় যে, আমরা আমাদের কাজগুলো ঠিকমতো করতে পারিনি। আমাদের যে পরিকল্পনাগুলো ছিল, আমরা ওদের সঙ্গে যেভাবে খেলব, ওই জিনিসগুলো আমরা ঠিকমতো করতে পারিনি। ওই কাজগুলো ঠিকমতো করতে পারলে হয়তো ফলাফলটা আমাদের ঘরে থাকত, আজকে ভিন্ন অবস্থাও থাকত।’

Comments

The Daily Star  | English

38 DCs withdrawn; 35 appointed

These developments were confirmed in separate notifications issued by the Ministry of Public Administration.

6m ago