শীর্ষ খবর

বাড্ডার ‘খুনি’ ডিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

রাজধানীর মেরুল বাড্ডায় একজনকে গুলি করে পালানোর সময় আটক নুরুল ইসলাম ওরফে নুরু (৩০) সাঁতারকুল এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
Gunfight logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর মেরুল বাড্ডায় একজনকে গুলি করে পালানোর সময় আটক নুরুল ইসলাম ওরফে নুরু (৩০) সাঁতারকুল এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

এর আগে শনিবার বাড্ডায় গুলিতে বাদশা নামের একজন নিহত হওয়ার কিছুক্ষণের মধ্যেই স্থানীয় লোকজনের সহায়তায় নুরুকে গ্রেফতার করেছিল পুলিশ। এসময় তার কাছ থেকে একটি রিভলবার ও ছয়টি গুলি পাওয়া গিয়েছিল।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ বলেন, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার একটি দল গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে নুরুকে নিয়ে সাঁতারকুল এলাকায় যায়। আইন প্রয়োগকারীদের উপস্থিতি টের পেয়ে নুরুর সহযোগীরা গুলি চালালে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় গুলি লেগে নুরু আহত হয়।

আহত অবস্থায় নুরুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

একটি মামলায় দীর্ঘদিন পলাতক ছিল নুরু। ডিবি পুলিশ তাকে খুঁজছিল।

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

1h ago