জেলা প্রশাসকের কাছে বিএনপির স্মারকলিপি
খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি।
খালেদার উপদেষ্টা ব্যারিস্টার জিয়াউর রহমান, বিএনপির ঢাকা জেলার সভাপতি দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন নিয়ে আজ দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি তুলে দেন। এসময় বিএনপির নেতাকর্মীরা তাদের সাথে ছিলেন।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হওয়ার পর মিছিল করে বিএনপির নেতাকর্মীরা।
পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আজ সারাদেশে জেলা প্রশাসক বরাবর বিএনপির স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা নিয়ে এখন কারাগারে রয়েছেন খালেদা জিয়া। গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ রায় দেওয়ার কিছুক্ষণের মধ্যেই নাজিমুদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদাকে নিয়ে যাওয়া হয়।
দলীয় চেয়ারপারসনের কারাদণ্ডের প্রতিবাদে ৯ ও ১০ ফেব্রুয়ারি সারাদেশে বিক্ষোভ করে বিএনপি। এর পর প্রেসক্লাবের সামনে মানববন্ধন, নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট ও অনশন পালনের পর গতকাল গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করে। এর ধারাবাহিকতায় আজ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিলো তারা।
আগামী ২২ ফেব্রুয়ারি রাজধানীতে সমাবেশ করার কর্মসূচি রয়েছে বিএনপির।
Comments