গুলি ছুটে গিয়ে গণভবনের নিরাপত্তারক্ষী আহত

SPBN Logo

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণ ভবনের একজন নিরাপত্তা রক্ষী গুলি লেগে আহত হয়েছেন। এই ঘটনার ব্যাখ্যায় বলা হয়েছে, “দুর্ঘটনাবশত সহকর্মীর পিস্তল থেকে গুলি ছুটে গিয়ে তিনি আহত হয়েছেন”।

আহত নিরাপত্তারক্ষীর নাম রহিম উদ্দিন (৩০)। কণ্ঠাস্থির (কলারবোন) নিচে গুলি লাগলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রহিম স্পেশাল সিকিউরিটি এন্ড প্রটেকশন ব্যাটেলিয়নে (এসপিবিএন) কনস্টেবল পদে কর্মরত।

এসপিবিএন-২ এর সুপারিনটেন্ডেন্ট সেলিম খান আজ সকালে দ্য ডেইলি স্টারকে বলেন, রাত ৩টার দিকে রহিম যেখানে দাঁড়িয়ে ছিলেন তার পাশেই একজন সহকর্মী তার পিস্তল পরীক্ষা করছিলেন। এসময় দুর্ঘটনাবশত পিস্তল থেকে গুলি বেরিয়ে গেলে রহিম আহত হন।

তিনি আরও বলেন, ঘটনার সাথে সাথে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচারের জন্য পরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়।

আইন প্রয়োগকারীরা এই ঘটনার তদন্ত করবেন বলেও তিনি উল্লেখ করেন।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

2h ago