সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ২৪ ঘণ্টায় ৯৪ জন নিহত
সিরিয়ার ঘোটার পূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে সরকারি বাহিনী ও তাদের সহযোগীদের হামলায় ৯৪ জন নিহত হওয়ার কথা জানিয়েছে একটি পর্যবেক্ষক সংস্থা। সিরিয়ায় এখনও বিচ্ছিন্নভাবে যেসব এলাকা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে এটি সেরকমই একটি এলাকা।
সেই সাথে সিরিয়ার রাজধানী দামেস্কের অবরুদ্ধ শহরতলি এলাকাগুলোতেও বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে হামলা হয়েছে। সোমবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, বিমান হামলা, রকেট ও গোলাবর্ষণে রাজধানীর শহরতলিতে ৩২৫ জন আহত হয়েছেন।
সিরিয়ার সরকার বলছে, তারা শুধু বিদ্রোহীদের লক্ষ্য করেই হামলা পরিচালনা করছে। তবে সর্বশেষ হতাহতের বিষয়টি নিয়ে সেনাবাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, ঘোটার বিদ্রোহীরা দামেস্কে মর্টার ছুড়লে এক শিশু নিহত ও আট জন আহত হন। এর জবাবে সেনাবাহিনী ও এর মিত্ররা সেখানে জঙ্গি লক্ষ্যগুলোতে হামলা চালায়।
জাতিসংঘের ভাষ্য, ২০১৩ সাল থেকে ঘোটার পূর্বাঞ্চলে শহরতলি এলাকাগুলোতে প্রায় চার লাখ মানুষকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। সিরিয়া সংকট বিষয়ক জাতিসংঘের আঞ্চলিক সমন্বয়ক বলেছেন, সোমবারের হামলায় অন্তত ৪০ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।
Comments