রোহিঙ্গা নিধন সংখ্যালঘুদের প্রতি ঘৃণার কুফল: অ্যামনেস্টি
মিয়ানমারে সংখ্যালঘুদের প্রতি ঘৃণা-ভয়ের কারণে দেশটিতে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর ওপর গণহারে নির্যাতন করা হয়েছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
১৫৯ দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রকাশিত “দ্য স্টেস অব দ্য ওয়ার্ল্ড’স হিউম্যান রাইটস” শীর্ষক বার্ষিক প্রতিবেদনে আজ (২২ ফেব্রুয়ারি) এই মন্তব্য করা হয়।
সংস্থাটির মতে, সামাজিক সুবিচারের জন্যে নতুন বা পুরনো কর্মীদের নিরলস প্রচেষ্টা নির্যাতিতদের মনে আশা সৃষ্টি করে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব সলিল শেঠী বলেন, “যুক্তরাষ্ট্র সরকার কয়েকটি মুসলিম-প্রধান দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার ফলে নেতারা যে ঘৃণার রাজনীতি শুরু করেছেন তা আজ এক বিপদজনক অবস্থায় এসে দাঁড়িয়েছে।”
Comments