মানহানি মামলা করার কথা বললেন তাসকিন
স্ত্রী সৈয়দা রাবেয়া নাঈমাকে নিয়ে একটি অনলাইন সংবাদমাধ্যমের খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। খবরকে ভিত্তিহীন জানিয়ে বলেছেন, এ ব্যাপারে তিনি মানহানি মামলা করার কথা ভাবছেন।
স্ত্রীকে মারধর সংক্রান্ত খবর একটি অনলাইনে পোর্টালে প্রকাশিত হওয়ার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। স্বাভাবিকভাবেই এ নিয়ে অস্বস্তিকর অবস্থায় পড়েছেন তাসকিন দম্পতি।
প্রতিক্রিয়ায় তাসকিন আজ বলেন, “এটা কিন্তু আল্টিমেটলি দেশের সুনামই ক্ষুণ্ণ করছে। আমার একটি দুর্নাম হওয়া মানেই দেশের দুর্নাম হওয়া।”
আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে তার বক্তব্য, “আমার মতে যাদের সম্পর্কে এমন ভুল সংবাদ পরিবেশন করবে, মিথ্যা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া উচিত। আমিও মানহানি মামলা করবো। আমার বাবার সাথে ইতোমধ্যেই আলোচনা করেছি।”
“আজকে আমাকে নিয়ে এ ধরণের নিউজ করেছে, আরেকদিন সাকিব ভাই, মাশরাফি ভাইকে নিয়ে করবে। …আমাদের পরিবারের সবাই এটা নিয়ে হাসাহাসি করছে।”
Comments