অস্ত্র, বোমাসহ রাজশাহীতে ৩ ‘জেএমবি জঙ্গি’ গ্রেফতার
রাজশাহীর পুঠিয়া উপজেলায় একটি গ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন তিন জঙ্গিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫।
গোপন সংবাদের ভিত্তিতে গ্রামে শনিবার দিবাগত মধ্যরাতের পর র্যাবের একটি দল উপজেলার জামিরা গ্রাম থেকে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে বোমা, গান পাউডার, পিস্তল ও জিহাদি বই উদ্ধার করা হয় বলে র্যাব সূত্রে জানা গেছে।
গ্রেফতারের পর ওই সন্দেহভাজন জঙ্গিদের রাজশাহীতে র্যাবের আঞ্চলিক সদর দফতরে নিয়ে যাওয়া হয়। আজ দিনের পরবর্তী সময়ে এ ব্যপারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানাবে বাহিনীটি।
Comments