কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) সকল সরকারি চাকরিতে নিয়োগে কোটা প্রথার সংস্কার দাবি করছেন তারা।
কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ
শাহবাগে পাবলিক লাইব্রেরির সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় এক হাজার শিক্ষার্থী অস্থান নিয়ে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ছবি: আশিক আব্দুল্লাহ অপু

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) সকল সরকারি চাকরিতে নিয়োগে কোটা প্রথার সংস্কার দাবি করছেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর শাহবাগে পাবলিক লাইব্রেরির সামনে আজ সকাল ১১টায় প্রায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় এক হাজার শিক্ষার্থী কোটা সংস্কারের দাবিতে অবস্থান নেন। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি সংখ্যায় ছিলেন।

চাকরিতে মেধার তুলনায় কোটাকে প্রাধান্য দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কোটা সংস্কারের পাঁচ দফা দাবিতে বিভিন্ন বিভাগের প্রায় ৩০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: আব্দুল্লাহ আব্বাস
বর্তমানে সরকারি চাকরিতে ৫৬ শতাংশ আসনে কোটায় নিয়োগ দেওয়া হয়। আর মেধার মূল্যায়নে নিয়োগ পায় মাত্র ৪৪ শতাংশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়েও কোটা সংস্কারের জন্য আটটি দাবিতে ক্যাম্পাসের প্যারিস রোডে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। সেখানে শিক্ষার্থীর সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যায়।

যেসব দাবিতে শিক্ষার্থীরা কোটা সংস্কারের জন্য আন্দোলন করছেন তার মধ্যে রয়েছে, কোটা সহনীয় মাত্রায় কমিয়ে আনতে হবে, কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে খালি থাকা পদগুলোতে মেধাবীদের নিয়োগ দিতে হবে, কোটা সুবিধা নিয়ে চাকরি পরিবর্তন বন্ধ করতে হবে, একবার কোটা সুবিধা নিয়ে পুনরায় অন্য চাকরিতে যেতে চাইলে মেধার ভিত্তিতে যেতে হবে, শুধু কোটায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া যাবে না।

সেই সাথে সংবিধানের ২৯ অনুচ্ছেদের পূর্ণ বাস্তবায়নের জন্যও কোটা সংস্কারের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভকারী শিক্ষার্থীরা কোটা সংস্কার করে প্রকৃত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ভারতের দৃষ্টান্ত অনুসরণ করার জন্যও সরকারের কাছে দাবি জানিয়েছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশের সংবিধানের ২৯ নং অনুচ্ছেদে অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ রেখে প্রজাতন্ত্রের সব চাকরিতে নিয়োগে বৈষম্য বিলোপ করার কথা বলা হয়েছে।

Comments