সাইফুদ্দিনে আস্থা হারিয়েছে টিম ম্যানেজমেন্ট
পেস অলরাউন্ডার হিসেবে দলে এসে প্রত্যাশা জাগিয়েছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। তাকে নিয়ে পেস অলরাউন্ডার সংকটের সমাধানের পথও খুঁজছিল দল। তবে বাজে বোলিং করে আস্থা হারালেন তিনি। বাদ পড়েছেন টি-টোয়েন্টি দল থেকে।
বোলারদের জন্য রান আটকানোর খেলা টি-টোয়েন্টিতে বেশ উদার সাইফুদ্দিনের হাত। বল করতে এলেই দেদারছে বিলান রান। দক্ষিণ আফ্রিকায় ডেভিড মিলারের হাতে বেদম পিটুনি খেয়েছিলেন। তার এক ওভার থেকেই ৩১ রান নিয়ে নেন মিলার। সাইফুদ্দিনের খরুচে হাতের দেখা মিলেছে বিপিএলেও। এক ম্যাচে এক ওভারে দেন ৩০ রান। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টি-টোয়েন্টিতেই খেয়েছেন মার।
৬ ম্যাচ খেলে ১০৮ বল করে ১৯৯ রান দিয়েছেন সাইফ। ওভারপ্রতি তার খরচ ১১.০৫। নিতে পেরেছেন কেবল চার উইকেট। প্রধান নির্বাচক জানালেন ধারাবাহিক খারাপ করায় তার উপর আর ধর্য্য রাখছে না দল, ‘গত সিরিজে তার পারফরম্যান্স চিন্তা করা হয়েছে। ম্যানেজমেন্ট ওর বোলিং নিয়ে সন্তুষ্ট নয়। এ কারণেই সে নেই।’
ব্যাট হাতে অবশ্য মন্দ করেননি সাইফুদ্দিন। ৬ ম্যাচে ২৯.৩৩ গড়ে করেছেন ৮৮ রান, সর্বোচ্চ ৩৯।
Comments