চেয়ার ছোড়াছুড়িতে ভণ্ডুল হয়ে গেল ছাত্রলীগের সম্মেলন
দলীয় অন্তর্কোন্দলের জেরে ভণ্ডুল হয়ে গেছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সম্মেলন। এসময় ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি শুরু হলে দুপক্ষেরই অন্তত ১৫ জন আহত হন।
পুলিশ দ্য ডেইলি স্টারের স্থানীয় প্রতিনিধিকে জানান, চট্টগ্রামের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ছাত্রলীগের সম্মেলন আয়োজন করা হয়েছিল। দুপুর ১টার দিকে সম্মেলন চলার মধ্যেই ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে মারামারি শুরু হয়।
চট্টগ্রামের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, মারামারির সময় দুপক্ষই চেয়ার নিয়ে প্রতিপক্ষকে ঘায়েলের চেষ্টা চালায়। এসময় ছাত্রলীগের ১৫-২০ জন আহত হন।
ওসি জানান, অন্তর্কোন্দলে ছাত্রলীগের সম্মেলন ভণ্ডুল হয়ে গেছে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
Comments