শ্রীলঙ্কায় দলের সঙ্গে থাকছেন না রিচার্ড হ্যালসল

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় নিদহাস ট্রফিতে দলের সঙ্গে থাকছেন না সহকারী কোচ রিচার্ড হ্যালসল। ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ শেষেই ছুটিতে যাওয়া এই কোচের ছুটির মেয়াদ আরও বাড়ছে। এই টুর্নামেন্টে দলের ব্যাটিং কোচ হিসেবে থাকছেন সাইমন হ্যালমট।
শ্রীলঙ্কায় ত্রিদেশীয় নিদহাস ট্রফি

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় নিদহাস ট্রফিতে দলের সঙ্গে থাকছেন না সহকারী কোচ রিচার্ড হ্যালসল। ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ শেষেই ছুটিতে যাওয়া এই কোচের ছুটির মেয়াদ আরও বাড়ছে। এই টুর্নামেন্টে দলের ব্যাটিং কোচ হিসেবে থাকছেন সাইমন হ্যালমট, কোর্টনি ওয়ালশ প্রধান কোচ হওয়ায় বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন চম্পকা রামানায়েকে। 

গুঞ্জন ছড়িয়ে পড়েছিল খেলোয়াড় আর বোর্ড কর্তাদের মধ্যে বিভেদ তৈরি করছেন সহকারী কোচ রিচার্ড হ্যালসাল। তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর খবরও প্রকাশিত হয়েছিল একটি জাতীয় দৈনিকে। সেই গুঞ্জনের পুরোটা না মানলেও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন  আসছে সফরে দলের সঙ্গে যাচ্ছেন না এই কোচ। তবে হ্যালসল কেন ছুটি বাড়িয়েছেন সে কারণও পরিষ্কার করেননি বিসিবি সিইও।

‘হ্যালসল আর সহকারী কোচ নন, বিষয়টা এমন না। রিচার্ড হ্যালসল এখনও আমাদের সহকারী কোচ। আপনারা জানেন যে বা আপনারা জেনেছেন কি না আমি নিশ্চিত নই, আমরা অভ্যন্তরীণ একটা সিদ্ধান্ত নিয়েছি।’

'হ্যালসল এই সফরে দলের সঙ্গে থাকছেন না। আপাতত তিনি ছুটিতে আছেন। ওয়েস্ট ইন্ডিজ সফর ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে আমাদের কথা চলছে আপনারা জানেন। যদি তা হয় সে সময়ে তিনি ক্যাম্পে যোগ দেবেন।'

আগের দিন বিসিবি সভাপতি অন্তর্বর্তী প্রধান কোচ হিসেবে কোর্টনি ওয়ালশের নাম ঘোষণার সময় অন্যান্য দায়িত্বও নির্দিষ্ট করার কথা জানিয়েছিলেন। নিজামউদ্দিন পরিষ্কার করেছেন কার কি দায়িত্ব, ‘নিদাহাস ট্রফি যেহেতু টি-টোয়েন্টি টুর্নামেন্ট এখানে হাই পারফরম্যান্স ইউনিটের যে প্রধান কোচ সাইমন হেলমট তিনি ব্যাটিং কোচ হিসেবে বাংলাদেশ দলের সঙ্গে থাকবে। পৃথিবীর বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টিতে তার অভিজ্ঞতার কথা আমরা বিবেচনা করেছি। হেলমটকে আমরা ব্যাটিং কোচ হিসেবে রাখছি, বোলিং কোচ হিসেবে চাম্পাকা রামানায়েকেকে যুক্ত করেছি। এই দুই জন বাড়তি সদস্য টিম ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত হচ্ছেন।'

Comments

The Daily Star  | English

Dhaka stares down the barrel of water

Once widely abundant, the freshwater for Dhaka-dwellers continues to deplete at a dramatic rate and threatens to disappear far below the ground.

2h ago