৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

৩৮তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত হয়েছে ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল। এতে ১৬ হাজার ২৮৬ জন পাশ হয়েছেন।

প্রথম আলোর প্রতিবেদনে আজ (২৮ ফেব্রুয়ারি) এ কথা উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক দৈনিকটিকে জানান, ১৬ হাজার ২৮৬ জন ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছেন। তাঁরা এখন লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

গত বছরের ২৯ ডিসেম্বরে অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন। এর আগে ৩৭তম বিসিএসে অংশ নিয়েছিলেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী।

পিএসসি সূত্রের বরাত দিয়ে দৈনিকটি আরো জানায়, ৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে। প্রশাসন ক্যাডারে ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদসহ ৩৮তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ থাকছে।

মোবাইলে ফলাফল পেতে PSC space 38 space রেজিস্ট্রেশন নম্বর লিখে 16222 তে পাঠাতে হবে।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

38m ago