‘এখনও সেরকম ছন্দে নেই সৈকত’
বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে সম্ভাবনাময় তরুণদের একজন ধরা হত মোসাদ্দেক হোসেন সৈকতকে। ঘরোয়া ক্রিকেটে খেলতেন বড় বড় ইনিংস। অভিষেকের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটেও রাখছিলেন আস্থার ছাপ। তার ব্যাটিংয়ে মিডল অর্ডার সংকটের সমাধান দেখছিল দল। হঠাৎ চোখের একটা ইনফেকশনে ছেদ পড়ল মোসাদ্দেকের। সেরে উঠে এখনো থিতু হতে পারেননি। খালেদ মাহমুদ সুজনের মতে পুরো ছন্দে নেই এই ব্যাটসম্যান।
মোসাদ্দেক ঢাকা প্রিমিয়ার লিগে এবার খেলছেন আবাহনীর হয়ে। ছয় ম্যাচ খেলে এখনো পাননি ফিফটির দেখা। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ম্যাচ বাঁচানো ব্যাটিং করেছিলেন। তবু বাদ পড়েন ঢাকা টেস্টের দল থেকে। ফেরা হয়নি টি-টোয়েন্টিতে। সর্বশেষ সিরিজে জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে থাকা খালেদ মাহমুদ আবার আবাহনীর প্রধান কোচ। মোসাদ্দেকের পারফর্ম্যান্স বিশ্লেষণ করে জানালেন, ‘সত্যি কথা বলতে গত দুই বছর ধরে সৈকতকে যেভাবে দেখেছি, এখনও সেরকম ছন্দে পাইনি। রান করেছে, দুইটা ম্যাচে খুব গুরুত্বপূর্ণ দুইটি ইনিংস খেলেছে করেছে, কিন্তু সেরকম ছন্দে পাইনি।’
কেবল খারাপ ফর্ম না। দলের ব্যাটিংয়ের এই বড় ভরসার মাঝে আত্মবিশ্বাসের ঘাটতি দেখছেন আবাহনী কোচ, ঘাটতি দেখছেন অনুশীলনেরও, ‘একটু অনুশীলনের ঘাটতি আছে, মাঝে শরীর খারাপ ছিল। দুই বছর আগেও সৈকতের কথা বলি, ও নিজে থেকেই বলত ম্যাচ জিতিয়ে আনব। তখন আত্মবিশ্বাস অনেক ভালো ছিল। তবে সবারই একটা ভালো বা খারাপ সময় যায়। আমার মনে হয় সে দারুণ খেলোয়াড়, খুব শিগগিরই ও নিজেকে ফিরে পাবে।’
Comments