ছুটির দিনে সাকিব কন্যার খেলার সঙ্গী প্রধানমন্ত্রী!
লাল, নীল, হলুদ বলের ভেতর বসে আছে সাকিব আল হাসানের একমাত্র কন্যা আলাইনা হাসান অউব্রি। তার পাশে বসে একেক রঙের বল তুলে যিনি প্রশ্ন করছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সব প্রশ্নের ঠিকঠাক জবাব দিয়ে যাচ্ছিল আড়াই বছরের আলাইনা। তাতে বেশ খুশি প্রধানমন্ত্রী। এমন একটি ভিডিও আর বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির।
ইনজুরিতে পড়ে সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। খেলার মানুষ অনিচ্ছাকৃত কারণে আছেন খেলার বাইরে। তবে তার মেয়ে আলাইনা হাসান অউব্রির তো এখন কেবল খেলারই বয়স। খেলতে খেলতে শেখার বয়স। শুক্রবার ছুটির দিনে আলাইনা খেলার সাথি হিসেবে পেয়েছিল দেশের প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিব কন্যার এসব ভিডিও ছবি শুক্রবার রাতে পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
শিশিরের পোস্ট করা ভিডিওতে দেখা যায়। নানা রঙের বলের ছুড়ির ভেতর বসে আছে আলাইনা। তার কাছে গিয়ে প্রথমে সবুজ রঙের বল হাতে নিয়ে প্রধানমন্ত্রীর জিজ্ঞাসা এটা? আলাইনার উত্তর- ‘গ্রিন’।
‘এটা?’ আরেকটি বল তুলে প্রশ্ন করেন প্রধানমন্ত্রী।
ফের সঠিক উত্তর আলাইনার, ‘রেড।’
‘এটা?’ এবারও দশে দশ আলাইনার- ‘ইয়ালো।’
খুশি প্রধানমন্ত্রী বলেন, ‘সব জানে সে!’
এসময় ভিডিওর পেছনে সাকিব আল হাসানের কণ্ঠও শোন যায়। শিশির ভিডিওর সঙ্গে পোস্ট করেছেন কয়েকটি ছবি। তাতে দেখা যায় একুরিয়ামে আলাইনাকে মাছ দেখাচ্ছেন প্রধানমন্ত্রী। একটি ছবিতে মোবাইল ফোনে আলাইনাকে কিছু একটা দেখাতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।
প্রধানমন্ত্রীর সঙ্গে কাটানো মুহূর্ত ফ্রেমবন্দী করে পোস্টে উচ্ছ্বসিত শিশির লিখেছেন, ‘আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দারুণ কিছু সময় কাটায় আলাইনা! তিনি এমনই মমতাময়ী আর যত্নশীল মানুষ।’
Comments