‘বাংলাদেশের হয়ে খেলার গর্বটা তারা অনুভব করুক’

Courtney Walsh
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

ঘরে-বাইরে সময়টা খারাপ যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের। মাঠে নেই আগের জৌলুস। প্রধান কোচের স্থায়ী দায়িত্বে নেই কেউ। দল নির্বাচনেও অস্থিরতা। গোলমেলে পরিস্থিতির মাঝে দলের সেরা খেলোয়াড় সাকিব আল হাসানও চোটে পড়ে বাইরে। অন্তর্বর্তী প্রধান কোচ কোর্টনি ওয়ালশ এসবের মাঝেও নিদহাস কাপে খেলোয়াড়দের তাতিয়ে দেওয়ার পরিকল্পনা এঁটেছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সব ফরম্যাটে ধরাশায়ী হওয়ার পর এবার ওদের দেশেই সফর। ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিদহাস কাপের অন্য প্রতিপক্ষ শক্তিশালী ভারত। সব মিলিয়ে পিছিয়ে থাকা বাংলাদেশকে জাগিয়ে তোলার ভার ওয়ালশের। শ্রীলঙ্কায় যাওয়ার আগে খেলোয়াড়দের নির্ভার থাকার মন্ত্র,  ‘আমরা একটা করে ম্যাচে মনোযোগ দেব। আমি তাদের বলেছি নিজেদের মেলে ধরে খেলাটা উপভোগ করতে। আমরা যাই করব আমাদের নির্ভার থেকে করতে হবে। আমি চাই  বাংলাদেশের হয়ে খেলার গর্বটা তারা অনুভব করুক। ’ 

নিজ দেশে শ্রীলঙ্কা তো শক্তিশালী বটেই, কোহলি-ধোনিদের ছাড়াও ভারত যথেষ্ট শক্তিশালী। নিজেদের আন্ডারডগ মেনেই আগাতে চাইছেন ওয়ালশ। তাতে দেখছেন ফাঁকফোকরে সুযোগও,

‘আমার মনে হয় ভালো সুযোগ আছে। অবশ্যই আমরা আন্ডারডগ। দুটি ভালো দলের বিপক্ষে খেলব। আমি মনে করি ধারাবাহিকতা রাখতে পারলে ফাইনালের যাওয়ার সুযোগ আমাদেরও থাকছে। আমরা যখন সেখানে যাব , একটা একটা খেলার কথা ভেবে আগাবো। ’

যে ফরম্যাটে খেলতে যাচ্ছেন, সেই টি-টোয়েন্টিতে সবচেয়ে বিব্রতিকর অবস্থা বাংলাদেশের। ৭১টি ম্যাচ খেলে ফেললেও এখনো মার কাটারি ক্রিকেটের সেরা কম্বিনেশনের খুঁজে বাংলাদেশ। এই ফরম্যাটে বাংলাদেশ শেষবার জিতেছিল শ্রীলঙ্কাতেই। মাশরাফির বিদায়ী ম্যাচে জেতার পর আরও চারটি ম্যাচ খেলেছে টাইগাররা, হেরেছে সবগুলোতেই,

‘এই জায়গায় আমরা খুব একটা ভালো করিনি। আমার যতটুকু মনে পড়ে শ্রীলঙ্কায় সর্বশেষ টি-টোয়েন্টি জিতেছিলাম সেটা ছিল মাশরাফির বিদায়ীয় ম্যাচ। কাজেই আমাদের ওই জায়গায় ফোকাস করতে হবে। এটা খুবই চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। ’

 

Comments

The Daily Star  | English
US attack on Iran nuclear sites

Iran denounces US attack as ‘outrageous’

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

9h ago