জাফর ইকবালের উপর হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দা

সিলেটে জনপ্রিয় লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী প্রতিনিয়ত জাফর ইকবালের খবরাখবর নিচ্ছেন।’ তিনি জানান প্রধানমন্ত্রী এই ঘটনায় উদ্বিগ্ন।
আজ (শনিবার) বিকেল সাড়ে ৫টার সময় নিজ ক্যাম্পাস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হন এই শিক্ষক।
প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে একটি অনুষ্ঠান শেষে বেরিয়ে আইসিটি ভবনে আসার সময় পেছন দিক থেকে তার মাথায় আঘাত করে এক দুর্বৃত্ত। সেখানে উপস্থিত থাকা পুলিশ ও শিক্ষার্থীরা হামলাকারীকে করে ফেলে।
হামলাস্থল থেকে উদ্ধার করে আহত জনপ্রিয় এই লেখককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ খবর অনুযায়ী অধ্যাপক জাফর ইকবালের মাথায় অস্ত্রোপচার করা হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হচ্ছে। হামলার খবর ছড়িয়ে পড়ার পর শাবিপ্রবি ক্যাম্পাসসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে।
Comments