জাফর ইকবাল ভালো আছেন: সিএমএইচ
আহত অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ভালো আছেন বলে ঢাকার সম্মিলিত হাসপাতালের পক্ষ থেকে একজন চিকিৎসক জানিয়েছেন। তার মাথায়, পিঠে ও বাম হাতে আঘাত মোট ছয়টি আঘাত রয়েছে। তবে তিনি এখন শঙ্কামুক্ত ও সজ্ঞান রয়েছেন।
ব্রিফিংয়ে সিএমএইচের চিফ কার্ডিয়াক সার্জন ও কনসালট্যান্ট সার্জন জেনারেল মেজর জেনারেল মুন্সী মো. মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, সংক্রমণের ঝুঁকি এড়াতে হাসপাতালে জাফর ইকবালের কাছে কোনো দর্শনার্থীকে যেতে দেওয়া হচ্ছে না। তিনি এখন ঝুঁকিমুক্ত ও সজ্ঞানে রয়েছেন।
মুজিবুর রহমান বলেন, অধ্যাপক জাফর ইকবালের মাথায় চারটি, পিঠে ও বাঁ হাতে একটি করে আঘাত আছে। সব মিলিয়ে তাঁর শরীরে মোট ছয়টি আঘাত আছে।
এর আগে গত রাত ১টা ৪৯ মিনিটে আইএসপিআর টেক্সট মেসেজে জানিয়েছিল জাফর ইকবাল শঙ্কামুক্ত রয়েছেন।
গতকাল বিকালে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বছর পঁচিশের এক যুবকের ছুরিকাঘাতে জাফর ইকবাল আহত হন। হামলাকারী নাম ফয়জুর রহমান (২৫)। মাদরাসা ছাত্র ফয়জুর ক্যাম্পাসের পার্শ্ববর্তী কুমারগাঁওয়ের শেখপাড়ার বাসিন্দা। গতকাল বিকালে হামলার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাকে হাতেনাতে আটক করে পিটুনি দিয়ে আইন প্রয়োগকারীদের হাতে তুলে দেয়।
রক্তাক্ত অবস্থায় জাফর ইকবালকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য রাত ৯টা ৫০ মিনিটের দিকে তাকে এয়ার এম্বুলেন্সে করে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়।
Comments