জাফর ইকবালকে দেখে এলেন প্রধানমন্ত্রী

হামলায় আহত লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে দেখতে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হসিনা।
জাফর ইকবালকে দেখে এলেন প্রধানমন্ত্রী
আজ দুপুরে অধ্যাপক জাফর ইকবালকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বাসস

হামলায় আহত লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে দেখতে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হসিনা।

সিএমএইচের চিফ কার্ডিয়াক সার্জন ও কনসালট্যান্ট সার্জন জেনারেল মেজর জেনারেল মুন্সী মো. মুজিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, জাফর ইকবালকে দেখতে দুপুর পৌনে ১টার দিকে হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ১৫ থেকে ২০ মিনিট ছিলেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী জাফর ইকবালের সাথে কথা বলেছে। এসময় তিনি তার শারীরিক অবস্থার কথা জানতে চান। জাফর ইকবালের শারীরিক অবস্থা প্রসঙ্গে মুজিবুর রহমান বলেন, তিনি সুস্থ্য হয়ে উঠছেন। তার পর্যাপ্ত ঘুম হচ্ছে ও স্বাভাবিক খাবার খাচ্ছেন।

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফয়জুর রহমান (২৫) নামের এক যুবকের ছুরিকাঘাতে জাফর ইকবাল আহত হন। মাদরাসা ছাত্র ফয়জুর ক্যাম্পাসের পার্শ্ববর্তী কুমারগাঁওয়ের শেখপাড়ার বাসিন্দা। হামলার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাকে হাতেনাতে আটক করে পিটুনি দিয়ে আইন প্রয়োগকারীদের হাতে তুলে দেয়।

রক্তাক্ত অবস্থায় জাফর ইকবালকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য রাত ৯টা ৫০ মিনিটের দিকে তাকে এয়ার এম্বুলেন্সে করে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়।

গতকাল সিএমএইচের পক্ষ থেকে জানানো হয়, জাফর ইকবালের মাথা পিঠ ও বাম হাত মিলিয়ে ছয়টি আঘাত আছে।

আইন প্রয়োগকারীরা বলছে, হামলাকারী ফয়জুর জঙ্গি মতাদর্শে উদ্বুদ্ধ। প্রধানমন্ত্রীও বলেছেন, হামলায় ধর্মান্ধদের হাত রয়েছে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

1h ago