বাংলাদেশকে তাড়া করে অজানা আতঙ্ক!
সব সংস্করণে হারলেও তামিম ইকবালের মতে গত সিরিজটা খুব একটা খারাপ খেলননি তারা। শুরুটা ছিল দারুণ। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হারান খেই। প্রথম টেস্টেও গেছে ভালো। কিন্তু বাকিটা যাচ্ছে তাই। এরমধ্যে নাকি পুরো সিরিজে বাংলাদেশকে তাড়া করেছে অজানা আতঙ্ক।
মনমরা অবস্থায় নিদহাস কাপ খেলতে শ্রীলঙ্কায় গিয়ে ঘরের মাঠে সর্বশেষ সিরিজ নিয়ে টাইগার ওপেনার জানান, 'আমরা গত সিরিজটা খুব খারাপ খেলিনি। আমরা ফাইনালে উঠেছি এবং যেভাবে উঠেছি। বিশেষ করে প্রথম তিন ম্যাচ। এবং পরে প্রথম টেস্টও। আপনি একটা সিরিজে বেসিক্যালি বলতে গেলে দুইটা টি-টোয়েন্টি, একটা টেস্ট আর ফাইনাল খারাপ খেলেছি। এটা হতে পারে। সেরা দলগুলোর সাথেও হতে পারে।'
কেন এই পা হড়কানো। কেন দিশেহারা বাংলাদেশ। দুঃসময়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অজানা আতঙ্ক খুঁজে পাচ্ছেন তামিম, 'আমরা কিন্তু আতঙ্কিত হয়েছি। এর থেকে বেরুতে হবে। যখন কিছু ব্যাপার আমাদের পক্ষে যাচ্ছে না আমরা আতঙ্কিত হতে থাকি। আমার মনে হয় এটা না করে আমাদের বেসিক জায়গায় ফেরত যেতে হবে।'
প্রধান কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব ছাড়ার পরের সিরিজেই হয়ে যান প্রতিপক্ষ। শ্রীলঙ্কার প্রধান কোচ হয়ে বাংলাদেশে আসা হাথুরুসিংহে টাইগারদের অন্দরমহলের সব খবর জানতেন। সব মিলিয়ে এই জায়গাটাও নেতিবাচক হয়েছে বলে মত তামিমের, 'হাথুরুর ব্যাপারে যেটা বলছি, সে আমাদের জন্য দারুণ কাজ করেছে। সে খুবই ভালো কোচ। সে বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক কিছু করেছে। কিন্তু সে এখন আমাদের সাথে নাই। অন্য দলে আছে। সেখানে তার কাজ করছে। বারেবারে ওর কথা তুলে নিয়ে আসা, ওর কথা তোলা মনে হয় না আমাদের জন্য ভালো কিছু আনবে। এখানেও প্যানিকটা করেছি, ও চলে গেল... ও চলে যাওয়াতে সব শেষ হয়ে গেছে তা না।'
বাংলাদেশ কোথায় আতঙ্কিত হয়? খেলার মাঠে নাকি ড্রেসিং রুমেও? তামিম জানাচ্ছেন, বাংলাদেশ আতঙ্কিত হয় সব খানেই, 'সবখানে ভাই। সবখানে আমরা প্যানিকড করা শুরু করি। একটা সিরিজ আমাদের মনের মত হয়নি। মনে হয় যেন সবাই আমরা প্যানিকড করছি।'
তবে ভালো মন্দ মিলিয়েই যেমন জীবন, তামিম ইকবাল মনে করেন ক্রিকেটের মুন্সিয়ানাও নাকি সেই চক্রেই ঘুরে, 'একটা দলের উঠা-নামা থাকবে। যখন উঠার ব্যাপার থাকে খুব ভালভাবে আমরা মেনে নেই। নেমে আসা আমাদের মেনে নিতে হবে। এটাও কিন্তু একটা সত্যি কথা। আর যে জিনিসটা বারেবারে বলছি আতঙ্কিত হওয়া যাবে না। এই জিনিসটাই মনে রাখতে হবে। ওই সময়টাও আসবে যখন আমরা খুব ভালো খেলব, আবার খুব খারাপ খেলব। এভাবেই চক্রটা ঘুরতে থাকবে।'
Comments