খালেদার কারামুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন

​খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে ঢাকায় মানববন্ধন করেছেন বিএনপির নেতাকর্মীরা। দলের চেয়ারপারসন কারামুক্তির দাবিতে সারা দেশে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে তারা মানববন্ধন করে। মানবন্ধনে দলটির সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে রাজধানীতে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বিএনপি। ছবি: স্টার

খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে ঢাকায় মানববন্ধন করেছেন বিএনপির নেতাকর্মীরা। দলের চেয়ারপারসন কারামুক্তির দাবিতে সারা দেশে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে তারা মানববন্ধন করে। মানবন্ধনে দলটির সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আজ সকাল ১০টার দিকে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন। দলের শীর্ষ নেতার কারামুক্তির দাবিতে তারা স্লোগান দেন। দলটির সিনিয়র নেতারা এসময় সেখানে উপস্থিত ছিলেন।

এসময় রাস্তার এক পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। যানজট পরিস্থিতি সামাল দিতে পল্টন থেকে হাইকোর্ট অভিমুখী যানবাহনগুলোকে আব্দুল গণি রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়।

সকাল ১০টা থেকে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। এসময় সড়কের এক পাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ছবি: স্টার

দুর্নীতি মামলায় খালেদার সাজার বিরুদ্ধে সর্বশেষ দেশব্যাপী দুই দিনের শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী বৃহস্পতিবার তাদের অবস্থান ধর্মঘট কর্মসূচি রয়েছে।

খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে স্লোগান দিতে দেখা যায় বিএনপির নেতাকর্মীদের। ছবি: স্টার

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি বিশেষ জজ আদালত। সেই মামলায় খালেদার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ আরো পাঁচজনকে ১০ বছরের কারাদণ্ড ও প্রত্যেককে ২ কোটি ১০ টাকা অর্থদণ্ড দেন আদালত।

Comments