ভারতে সড়ক দুর্ঘটনায় ২৬ জনের প্রাণহানি

gujarat road accident
৬ মার্চ ২০১৮, ভারতের গুজরাট রাজ্যে সড়ক দুর্ঘটনায় অন্তত ২৬ জনের প্রাণহানি ঘটেছে। ছবি টাইমস অব ইন্ডিয়া থেকে নেওয়া

ভারতের গুজরাট রাজ্যের ভাবনগর জেলায় এক সড়ক দুর্ঘটনায় আজ (৬ মার্চ) অন্তত ২৬ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে রাজ্য পুলিশ।

পুলিশের বরাত দিয়ে আমাদের নতুন দিল্লি সংবাদদাতা জানান, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া ৬০ জন আরোহী নিয়ে একটি ট্রাক সেতুর কাছে অন্য একটি গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার সময় রাস্তা থেকে ছিটকে পড়লে এই দুর্ঘটনাটি ঘটে।

জেলার পুলিশ সুপার আই এম সাইদ বলেন, যাত্রীবাহী ট্রাকটি সড়ক থেকে ছিটকে গিয়ে উল্টে যায়।

জেলা কালেক্টর (ডিসি) হর্ষাদ পাটেল বলেন, নিহতদের মধ্যে ২৫জন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে মারা যান। এদের মধ্যে ১০জন নারী এবং পাঁচজন শিশু রয়েছে।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

11h ago