ত্রিপুরার প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গে, ভাঙল বিজেপির নেতার মূর্তি

ত্রিপুরায় লেনিনের মূর্তি ভাঙার প্রতিক্রিয়া হলো কলকাতায়। বুধবার সকালে কলকাতায় প্রকাশ্যে ভাঙা হলো হিন্দু জাতীয়তাবাদী নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির একাংশ। ভাঙা মূর্তিতে কালি লেপে দেওয়ার ঘটনাও ঘটেছে।
কলকাতার কেওড়াতলা মহাশশ্মানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙার ঘটনায় এর মধ্যেই দেশটিতে তুমুল রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রছাত্রী হাতুড়ি দিয়ে মূর্তিটি ভাঙে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।
I have spoken to the party units in both Tamil Nadu and Tripura. Any person associated with the BJP found to be involved with destroying any statue will face severe action from the party.
— Amit Shah (@AmitShah) March 7, 2018
এদিকে ত্রিপুরা ও তামিলনাড়ুর পর কলকাতায় মূর্তি ভাঙার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে তিনি সংশ্লিষ্ট রাজ্যগুলোকে এই বিষয়ে কড়া সর্তকতা জারি করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বুধবার রাজ্যসভায় সবগুলো ঘটনার নিন্দা জ্ঞাপন করা হয়।

যদিও বিজেপি রাজ্যসভাপতি দিলীপ ঘোষের পাল্টা অভিযোগ এই মূর্তিভাঙার পেছনে রয়েছে সিপিএম-তৃণমূল। বুধবার সকালে তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, দীর্ঘদিন অযত্নে অবহেলায় পড়েছিল ওই মূর্তি। এবার কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় নতুন করে মূর্তি সংস্কার করে বসানো হবে।
এদিকে কর্টানকের কোয়াম্বেটরের বিজেপির অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করে জ্বালিয়ে দেওয়া হয়েছে।
Comments