সু চি’র সম্মাননা ফিরিয়ে নিলো যুক্তরাষ্ট্রের হলোকস্ট জাদুঘর
এবার মিয়ানমারের নেত্রী অং সাং সু চি’র সম্মাননা ফিরিয়ে নিলো যুক্তরাষ্ট্রের হলোকস্ট মেমোরিয়াল মিউজিয়াম। সম্মাননা ফিরিয়ে নেওয়ার কারণ হিসেবে জাদুঘর কর্তৃপক্ষ গতকাল বলেছে, তার নিজ দেশের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের নিপীড়নের নিন্দা জানাতে ব্যর্থতা ও সেনা অভিযান বন্ধ না করার জন্য তার সম্মাননা ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সম্মাননা ফিরিয়ে নেওয়ার কারণ জানিয়ে অং সাং সু চি’কে একটি চিঠি পাঠিয়েছে হলোকস্ট জাদুঘর। নিজেদের ওয়েবসাইটে তারা সেটি প্রকাশও করেছে। সেখানে নিন্দা জানিয়ে বলা হয়েছে, “সু চি ও তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি জাতিসংঘের তদন্তকারীদের অসহযোগিতা করেছে, রোহিঙ্গাদের ওপর হামলার ইন্ধন দিয়েছে ও যেসব এলাকায় নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে সেখানে সাংবাদিকদের প্রবেশে বাধা দিয়েছে।”
পুরস্কার ফিরিয়ে নেওয়ার জন্য তাদের গভীর অনুশোচনার কথা জানিয়ে জাদুঘর কর্তৃপক্ষ বলেছে, সচরাচর তারা এমন কাজ করেন না।
রোহিঙ্গা নিপীড়নে নিরব থাকায় শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী সু চি’র সমালোচনা করে বিশ্বজুড়ে তার নানা পদক ও সম্মাননা ফিরিয়ে নেওয়ার ঘটনার মধ্যেই হলোকস্ট জাদুঘর তাদের দেওয়া সর্বোচ্চ সম্মাননা—এলি উইসেল অ্যাওয়ার্ড—ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলো।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপজুড়ে ইহুদীদের ওপর চালানো গণহত্যার স্মৃতি সংরক্ষণের জন্য নিবেদিত যুক্তরাষ্ট্রের হলোকস্ট জাদুঘর।
Comments