অবৈধ ব্যবসার অভিযোগে মালয়েশিয়ায় ২৮ বাংলাদেশি গ্রেফতার
মালয়েশিয়ার অভিবাসন দপ্তর ২৮ জন প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ যে তারা রাজধানী কুয়ালালামপুরে অবৈধভাবে ব্যবসা করছিল।
মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের কর্মকর্তারা গত বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে কুয়ালালামপুরে একটি অভিজাত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। অভিবাসন বিষয়ক মহাপরিচালক মুস্তাফার আলী বলেছেন, গণমাধ্যমে প্রকাশিত অবৈধ ব্যবসার খবরের সূত্র ধরে তারা সেখানে অভিযান চালিয়েছেন। তিনি বলেন, অভিযানের আগে সেদিন বিকাল ৩টা থেকে তারা অভিযুক্তদের নজরদারির মধ্যে রেখেছিলেন।
তিনি বলেন, অভিযুক্তরা দীর্ঘ মেয়াদে ২০টি এপার্টমেন্ট ভাড়া নিয়ে অবৈধভাবে ব্যবসা করছিল। নগদ অর্থে তারা লেনদেন করতেন। এছাড়াও তাদের কাছে ভ্রমণের বৈধ কাগজপত্রও পাওয়া যায়নি। অভিযানকালে মোট ২৯ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত জব্দ করা হয়েছে।
Comments