চাকরির বয়স বাড়ানোর আন্দোলন থেকে ১৩ জনকে আটক

চাকরির বয়স ৩৫
পুলিশের লাঠিপেটায় আহত এক নারীকে রিকশায় করে নিয়ে যাচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

চাকরিতে প্রবেশের বয়স ৩০ বছর থেকে বাড়িয়ে ৩৫ করার দাবিতে আন্দোলনরতদের মধ্য থেকে অন্তত ১৩ জনকে আটক করেছে পুলিশ। আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা তাদের দাবি সম্বলিত স্মারকলিপি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাওয়ার সময় পুলিশ তাদের আটক করে।

এসময় পুলিশের লাঠিপেটায় অন্তত পাঁচ জন আহত হয়েছেন। আন্দোলনকারীরা বলেছেন পুলিশের লাঠিপেটায় আহত তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের উপ কমিশনার আজিমুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, ছাত্ররা রাস্তা অবরোধ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাওয়ায় জনদুর্ভোগ তৈরি হয়েছিল। তাই তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। সেখান থেকে ১৩ জনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।

চাকরির বয়স ৩৫
আন্দোলনকারীরা স্মারকলিপি নিয়ে শাহবাগ থেকে বাংলামোটরে পৌঁছানোর পর পুলিশের বাধার মুখে পড়েন। ছবি: সংগৃহীত

দ্য ডেইলি স্টারের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, সকাল ১১টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ৫০০-৬০০ শিক্ষার্থী চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবিতে অবস্থা নেন। ঘণ্টাখানেক সেখানে অবস্থানের পর দুপুর ১২টার দিকে তারা স্মারকলিপি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যেতে চাইলে বাংলামোটরে পুলিশ তাদের আটকে দেয়। এসময় পুলিশ লাঠিপেটা করে কয়েকজনকে আটক করে।

স্মারকলিপিতে তাদের অভিযোগ ছিল, শিক্ষাজীবন শেষ করতেই একজন ছাত্রের প্রায় ২৮ বছর লেগে যায়। এর ফলে চাকরির প্রস্তুতি নিতে তারা মাত্র দুই থেকে তিন বছর সময় পান।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

39m ago