এক ম্যাচে যত রেকর্ড বাংলাদেশের

Bangladesh Cricket team
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয়ের পর বাংলাদেশ।ছবি: এএফপি

শ্রীলঙ্কার বিপক্ষে ২১৫ রান তাড়ায় ইতিহাস গড়া জয়ের দিন টি-টোয়েন্টিতে অনেকগুলো রেকর্ড গড়েছে বাংলাদেশ। হয়েছে রেকর্ডের পাতা উলটপালট। এক পলকে দেখা যাক সেসব রেকর্ড।

  • টি-টোয়েন্টিতে চতুর্থ সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড এটি। সবার উপরে আছে অস্ট্রেলিয়া।  গত মাসে নিউজিল্যান্ডের ২৪৪ রান তাড়া করে জিতেছিল অসিরা। তারপরে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৫ সালে ক্রিস গেইলের তাণ্ডবে দক্ষিণ আফ্রিকার ২৩২ রান তাড়া করে জিতেছিল ক্যারিবিয়রা। বাংলাদেশের ঠিক উপরে আছে ইংল্যান্ড। ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার ২৩০ রান তাড়া করে জিতেছিল তারা।
  • টি-টোয়েন্টিতে উপমহাদেশের কোন দলের রান তাড়ায় এটিই সবার উপরে। এর আগে সেই ২০০৯ সালে শ্রীলঙ্কার ২০৭ রান তাড়া করে জিতেছিল ভারত। ভারতকে সরিয়ে এখন এক নম্বর জায়গা বাংলাদেশের।
  • আগে কিংবা পরে ব্যাট করে কখনো দুইশো রান করতে পারেনি বাংলাদেশ। এই প্রথম এই মাইলফলক স্পর্শ করল টাইগাররা।
  • কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান এবং সর্বোচ্চ তাড়ার রেকর্ডও। এর আগে ভারতের বিপক্ষে ১৭৫ রানের লক্ষ্য তাড়া করে সেই রেকর্ড গড়েছিল স্বাগতিকরা। এক ম্যাচ পর সেই রেকর্ডটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

​শনিবার কলম্বোয় শ্রীলঙ্কার করা ২১৪ রান ২ বল হাতে রেখেই টপকে যায় বাংলাদেশ। দলকে জেতাতে মুশফিকুর রহিম করেন ৩৫ বলে অপরাজিত ৭২, লিটন দাসের ব্যাট থেকে আসে ১৯ বলে ৪৩ রান আর তামিম ইকবাল করেন ২৯ বলে ৪৭ রানের ইনিংস। 

Comments

The Daily Star  | English

Divide in democratic forces aiding fascists: Fakhrul

Expressing concerns, BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir today said that the associates of fascists have started resurfacing due to a divide in democratic forces

9m ago