নথি না আসায় জামিনের জন্য অপেক্ষা বাড়ল খালেদার
নিম্ন আদালত থেকে রায়ের মূল নথি না আসায় খালেদার জামিনের বিষয়ে আজ আদেশ হয়নি। জামিনের বিষয়ে আদেশের জন্য আগামীকাল সোমবার দুপুর ২টায় সময় ধার্য করেছেন হাইকোর্ট।
আজ রবিবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজার রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত। এরপর থেকে পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন বিএনপি নেত্রী।
আদালতের বেঞ্চ বলেছেন, নিম্ন আদালত থেকে রায়ের মূল নথি হাইকোর্টে পাঠানোর জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছিল। বেধে দেওয়া সময় আজ শেষ হচ্ছে। এ কারণেই অপেক্ষা করার সিদ্ধান্ত নেন আদালত।
এর আগে গত ৮ মার্চ খালেদা জিয়ার জামিনের ব্যাপারে আদেশের জন্য আজ রবিবার দিন ধার্য করেছিলেন হাইকোর্ট।
Comments