নথি না আসায় জামিনের জন্য অপেক্ষা বাড়ল খালেদার

নিম্ন আদালত থেকে রায়ের মূল নথি না আসায় খালেদার জামিনের বিষয়ে আজ আদেশ হয়নি। জামিনের বিষয়ে আদেশের জন্য আগামীকাল সোমবার দুপুর ২টায় সময় ধার্য করেছেন হাইকোর্ট।
চার মাসের জামিন পেলেন খালেদা জিয়া
হাইকোর্ট থেকে চার মাসের জামিন পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। স্টার ফাইল ছবি

নিম্ন আদালত থেকে রায়ের মূল নথি না আসায় খালেদার জামিনের বিষয়ে আজ আদেশ হয়নি। জামিনের বিষয়ে আদেশের জন্য আগামীকাল সোমবার দুপুর ২টায় সময় ধার্য করেছেন হাইকোর্ট।

আজ রবিবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করেন। 

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজার রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত। এরপর থেকে পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন বিএনপি নেত্রী।

আদালতের বেঞ্চ বলেছেন, নিম্ন আদালত থেকে রায়ের মূল নথি হাইকোর্টে পাঠানোর জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছিল। বেধে দেওয়া সময় আজ শেষ হচ্ছে। এ কারণেই অপেক্ষা করার সিদ্ধান্ত নেন আদালত।

এর আগে গত ৮ মার্চ খালেদা জিয়ার জামিনের ব্যাপারে আদেশের জন্য আজ রবিবার দিন ধার্য করেছিলেন হাইকোর্ট।

Comments

The Daily Star  | English

EC gets transfer list of 110 UNOs, 338 OCs

Lists of 110 more UNOs and 338 OCs of different police stations were sent to the Election Commission by the authorities concerned today for transfer ahead of the January 7 national polls

35m ago