কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে ৩৯ বিদেশি নাগরিক আটক
বৈধ কাগজপত্র ছাড়াই কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে কাজ করছিলেন এমন ৩৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফজুরুল হক টুটুল আমাদের কক্সবাজার প্রতিনিধিকে বলেন, আটক বিদেশি নাগরিকরা ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসেছিলেন। তাদের কাজ করার কোনো অনুমতি নেই। তবুও তারা বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার হয়ে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করছিলেন।
তিনি আরও বলেন, আজ সকালে রোহিঙ্গা ক্যাম্পে ঢোকার সময় তাদের কাছে কাজের অনুমতিপত্র দেখতে চাওয়া হয়। কোনো কাগজপত্র দেখাতে না পারায় ৩৯ জনকে আটক করে উখিয়া থানায় নিয়ে যাওয়া হয়।
আজ দুপুর আড়াইটা পর্যন্ত তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।
Comments