মিরপুরে বস্তিতে আগুনে শত শত ঘর পুড়ে ছাই
রাজধানীর মিরপুরে ১২ নম্বরে ইলিয়াস মোল্লা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই ঘটনায় বস্তির কয়েক শ’ ঘর পুড়ে গেছে। আহত হয়েছেন এক জন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর থেকে জানানো হয় আজ সকাল সাড়ে ৭টার দকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে এলেও পোড়া বস্তি থেকে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিস এখন এগুলো নেভানোর কাজ করছে।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব না হলেও ঘটনাস্থল থেকে আমাদের স্টাফ করেসপন্ডেন্ট জানান আগুনে অন্তত কয়েকশ ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, রাত সাড়ে ৩টার দিকে ইলিয়াস মোল্লা বস্তিতে আগুন লাগে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার মো. মাহফুজ জানান, খবর পেয়ে ২১টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টার পর সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত বাচ্চু মিয়া জানান, আগুনে জমিলা খাতুন (৬৫) নামের একজন দগ্ধ হয়েছেন।
Comments