কাঠমান্ডুতে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৪৯ জন নিহত
ঢাকা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে ২৬ জন বাংলাদেশি নাগরিক।
নেপালের একজন সেনা মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
দুর্ঘটনাস্থল থেকে উড়োজাহাজের ব্ল্যাকবক্সটি উদ্ধার করার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের জেনারেল ম্যানেজার রাজকুমার ছেত্রী।
তিনি জানান, নিহতদের মধ্যে ২৭ জন বাংলাদেশি এবং ২২ জন নেপালি।
কাঠমান্ডুতে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানিতে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।
উড়োজাহাজটিতে চারজন ক্রুসহ মোট ৭১ জন ছিলেন বলে জানিয়েছেন এয়ারলাইন্সটির মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম। উড়োজাহাজটিতে যাত্রীদের মধ্যে ৩৭ জন পুরুষ, ২৭ জন নারী এবং দুইজন শিশু বলেও উল্লেখ করেন।
তিনি বার্তা সংস্থা এএফপিকে জানান, ৩৩ জন নেপালি, ৩২ জন বাংলাদেশি, একজন চীনা এবং একজন মালদ্বীপের নাগরিক ছিলেন।
ড্যাশ-৮ কিউ ৪০০ মডেলের ৭৬ আসনের উড়োজাহাজটি আজ বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে অবতরণ করার সময় উড়োজাহাজটি বিমানবন্দরের পাশে বিধ্বস্ত হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষের ধারণা, যান্ত্রিক ক্রুটির কারণে ল্যান্ডিংয়ের সময় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। দুর্ঘটনার পর বিমানবন্দরটি বন্ধ রাখা হয়েছে।
নেপালের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও শিল্পমন্ত্রী দুর্ঘটনাস্থলে গেছেন।
এর আগে গত ৪ মার্চ ঢাকা থেকে যশোরগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ উড্ডয়নের পর যান্ত্রিক গোলযোগের কারণে ঢাকায় ফিরে এসে জরুরি অবতরণ করেছিল।
Comments