[ভিডিও] কাঠমান্ডুতে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত

কান্তিপুর মিডিয়া গ্রুপের (কেএমজি) একজন সাংবাদিক আজ (১২ মার্চ) ফেসবুকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিধ্বস্ত উড়োজাহাজের এই ভিডিওটি পোস্ট করেন।

কান্তিপুর মিডিয়া গ্রুপের (কেএমজি) একজন সাংবাদিক আজ (১২ মার্চ) ফেসবুকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিধ্বস্ত উড়োজাহাজের এই ভিডিওটি পোস্ট করেন।

ঢাকা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হলে অন্তত ৫০ জন নিহত হয়েছেন।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

উড়োজাহাজটিতে চারজন ক্রুসহ মোট ৭১ জন ছিলেন বলে জানিয়েছেন এয়ারলাইন্সটির মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম। উড়োজাহাজটিতে যাত্রীদের মধ্যে ৩৭ জন পুরুষ, ২৭ জন নারী এবং দুইজন শিশু বলেও উল্লেখ করেন।

তিনি বার্তা সংস্থা এএফপিকে জানান, ৩৩ জন নেপালি, ৩২ জন বাংলাদেশি, একজন চীনা এবং একজন মালদ্বীপের নাগরিক ছিলেন।

Comments