শ্রীলঙ্কাকে অনায়াসে হারালো ভারত
শ্রীলঙ্কার কাছে হেরেই টুর্নামেন্ট শুরু করেছিল ভারত। পরের ম্যাচে বাংলাদেশকে হারানোর পর দ্বিতীয় দেখায় শ্রীলঙ্কাকেও অনায়াসে হারিয়েছে রোহিত শর্মার দল। ত্রিদেশীয় নিদহাস কাপের ফাইনালে উঠার লড়াইয়ে তাই একধাপ এগিয়েও রইল তারা।
সোমবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ১৯ ওভারে। তাতে টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাট করতে পাঠায় ভারত। শার্দুল ঠাকুর আর ওয়াশিংটন সুন্দরের দারুণ বোলিংয়ে স্বাগতিকদের ১৫২ রানে বেধে রাখে ভারতীয়রা। ওই রান তাড়ায় শুরুতে পথ হারালেও ৯ বল বাকি থাকতেই ৬ উইকেটে জিতেছে তারা।
ভারতের শক্ত ব্যাটিং লাইনআপের কাছে ১৫৩ রানের লক্ষ্যটা সহজই। তবে তাদের শুরুটা হয় কাঁপন ধরানো। লঙ্কান অফ স্পিনার আকিলা ধনঞ্জয়ার তোপে ২২ রানেই ফিরে যান আগের দুই ম্যাচে ফিফটি করা শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। ছোট দুই ইনিংস খেলে ফিরে যান সুরেশ রায়না ও লোকেশ রাহুলও। ৮৫ রানে ৪ উইকেট হারায় ভারত। তবে এরপর আর বিপর্যয় হয়নি। মানিষ পান্ডে আর দিনেশ কার্তিক মিলে বাকিপথ সহজেই পার করে দেন।
দলকে জিতিয়ে ৩১ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন পান্ডে। আর ২৫ বলে ৩৯ করে জয় নিয়ে ফেরেন কার্তিক।
এর আগে লঙ্কানদের শুরুটাও হয় নড়বড়ে। বাংলাদেশের বিপক্ষে ঝড় তোলা দানুশকা গুনাথিলেকা ও কুশল পেরেরা ফেরেন ৩৪ রানের মধ্যেই। তবে এদিনও হেসেছে কুশল মেন্ডিসের ব্যাট। ৩ ছয় আর ৩ চারে ৩৮ বলে ৫৫ রানের ইনিংস খেলে স্বাগতিক ইনিংসের অক্সিজেন জোগানদাতাও তিনিই। টপ অর্ডারের বাকিদের ব্যর্থতার দিনে উপুল থারাঙ্গা করেন ২২। দিনেশ চান্দিমালের নিষেধাজ্ঞায় ভারপ্রাপ্ত অধিনায়ক থিসারা পেরেরা করেন ১৫, দাসুন শানাকার ব্যাট থেকে আসে ১৯ রানের ইনিংস। বাকিরা কেউ দুই অঙ্কে যেতে পারেননি।
৪ ওভারের কোটা পূরণ করা পেসার শার্দুল ২৭ রানে নেন ৪ উইকেট। অফ স্পিনার সুন্দর ২১ রানে পান ২ উইকেট।
টানা দুই ম্যাচ হেরে যাওয়ায় ফাইনালে উঠার পথে কিছুটা শঙ্কায় পড়ে গেল শ্রীলঙ্কা। ১৪ মার্চ টুর্নামেন্টের পরের ম্যাচের প্রতিপক্ষ ভারত-বাংলাদেশ।
Comments