বিমান দুর্ঘটনায় মর্মাহত ক্রিকেটাররাও
নেপালের রাজধানী কাঠমান্ডুতে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অর্ধশতাধিক মানুষের মৃত্যুর ঘটনায় আর সবার মতো মর্মাহত ক্রিকেটাররাও। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যার যার পাতায় জানিয়েছেন শোক ও সহমর্মিতা।
দেশ-বিদেশে খেলতে প্রায়ই আকাশে উড়তে হয় ক্রিকেটারদের। সেই আকাশ পথেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকার্ত তারাও। বর্তমানে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে শ্রীলঙ্কায় রয়েছে বাংলাদেশ দল। সেখান থেকেই নিজের ফেসবুক পাতায় মুশফিকুর রহিম বিমান দুর্ঘটনার ছবি দিয়ে লিখেছেন, ‘দয়া করে সবাই তাঁদের জন্য দোয়া করবেন।’
Heart goes out to all the passenger
and the families on board Flight BS211,
May Allah accept them with ease and may the survivors of this horrific crash recover fast
You all would be in our prayers— Tamim Iqbal Khan (@TamimOfficial28) March 12, 2018
নিজের টুইটার একাউন্টে শোক জানিয়ে নিহতের স্বজনদের মর্মবেদনা অনুভব করার চেষ্টা করেছেন, ‘বিমানের সব যাত্রী ও তাঁদের স্বজনদের অবস্থা অনুভব করতে পারছি। আল্লাহ নিহত ব্যক্তিদের গ্রহণ করুন। বেঁচে যাওয়া ব্যক্তিরা যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। আমরা সবাই তাঁদের জন্য দোয়া করি।’
চোটের কারণে খেলার বাইরে থাকা বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ঢাকা থেকেই তার ফেসবুক পাতায় লিখেছেন , ‘খবরটি জানতে পেরে ভীষণ মর্মাহত! ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার উদ্দেশে জানাই আমার আর শিশিরের গভীর সমবেদনা। আহত সবার দ্রুত সুস্থতা কামনা করি। মহান সৃষ্টিকর্তা যেন এই বিপর্যয় কাটিয়ে উঠতে তাঁদের পরিবারের সদস্যদের সাহস জোগান, সেই প্রার্থনা করছি!’
এছাড়া শোক জানিয়ে পোস্ট করেছেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজসহ জাতীয় দলের অনেক তারকা।
সোমবার দুপুরে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা ঢাকা থেকে ৬৭ জন যাত্রী নিয়ে কাঠমান্ডু রওয়ানা হয়। কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণ করার সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে যায়। যাত্রী ও কেবিন ক্রু সহ ফ্লাইটে থাকা ৭১ জন মানুষের মধ্যে অর্ধশতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। যার বেশিরভাগই বাংলাদেশ ও নেপালের নাগরিক।
Comments