মধ্যবিত্ত যৌথ পরিবারের ভেতরের গল্প নিয়ে নতুন ধারাবাহিক
আজ (১৩ মার্চ) থেকে এটিএন বাংলায় শুরু হতে যাচ্ছে ধারাবাহিক নাটক ‘মেঘে ঢাকা শহর’। রুদ্র মাহফুজের রচনা ও সাখাওয়াৎ মানিকের পরিচালনায় এই নাটকে তুলে ধরা হবে মধ্যবিত্ত যৌথ পরিবারের সুখ-দুঃখের গল্প।
ধারাবাহিকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুর, শম্পা রেজা, ড. ইনামুল হক, লুৎফর রহমান জর্জ, অপূর্ব, আহসান হাবিব নাসিম, নাঈম, আজমেরী হক বাঁধন, উর্মিলা শ্রাবন্তী কর, নাদিয়া, ডা. এজাজ, সাজু খাদেম ও সামিয়াসহ আরও অনেকে।
প্রথম ধারাবাহিক নাটক পরিচালনার বিষয়ে সাখাওয়াৎ মানিক বলেন, “এই ‘মেঘে ঢাকা শহর’ আমার প্রথম ধারাবাহিক নাটক। অনেক শ্রম, আবেগ, ভালোলাগা এবং উচ্ছ্বাস এই নাটকটির সাথে জড়িয়ে আছে। চেষ্টা করেছি একটি ভালো গল্প নিয়ে দর্শকদের কাছে আসতে।”
দীর্ঘদিন পর দর্শকরা এই নাটকটির মাধ্যমে মধ্যবিত্ত যৌথ পরিবারের হাসি-কান্না-ভালোবাসা দেখতে পাবেন বলেও মন্তব্য করেন তিনি।
নাটকের রচয়িতা রুদ্র মাহফুজ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “একটি পরিবারকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে ‘মেঘে ঢাকা শহর’। সেখানে থাকবে জীবনের জায়গান।”
‘মেঘে ঢাকা শহর’ ধারাবাহিকের সূচনা সংগীতের সুর ও সংগীত করেছেন হাবিব ওয়াহিদ। গানে কণ্ঠ দিয়েছেন হাবিব ও নির্ঝর। সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহষ্পতিবার রাত সাড়ে ৮টায় এটিএন বাংলায় প্রচারিত হবে ধারাবাহিকটি।
Comments