ভারতের বিপক্ষে কালো ব্যাজ পরে নামবে বাংলাদেশ

নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় শোক-স্তব্ধ সারা দেশের মানুষ। সবার সঙ্গে একাত্ম হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহমর্মিতা জানিয়েছেন ক্রিকেটাররা। এবার খেলার মাঠেও নিহতদের প্রতি শোক আর শ্রদ্ধা জানাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
বুধবার শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিদহাস ট্রফিতে ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ। ওই ম্যাচে ক্রিকেটাররা বাহুতে কালো ব্যাজ পরে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এমনটিই জানানো হয়েছে।
এই দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে বিসিবি।
সোমবার ঢাকা থেকে কাঠমান্ডুগামী বেসরকারি ইউএস-বাংলার একটি এয়ারক্রাফট ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত অর্ধশতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। যাদের বেশিরভাগই বাংলাদেশের নাগরিক।
নিদহাস কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে বেশ ভালো অবস্থানে। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ হারলেও শ্রীলঙ্কার বিপক্ষে ২১৫ রান তাড়া করে ইতিহাস গড়ে জিতে যায় বাংলাদেশ। বুধবার বাংলাদেশ সন্ধ্যা সাড়ে সাতটায়।
Comments