ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট বন্ধ ঘোষণা করল ইউএস-বাংলা

us-bangla airlines
১২ মার্চ ২০১৮, নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ভেঙ্গে পড়লে অন্তত ৫১ জনের মৃত্যু হয়। ছবি: এএফপি

অনির্দিষ্টকালের জন্যে ঢাকা-কাঠমান্ডু উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সংস্থাটির একটি উড়োজাহাজ ভেঙ্গে পড়ে অন্তত ৫১ জনের মৃত্যু হওয়ার দুদিন পর আজ (১৪ মার্চ) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউএস-বাংলা এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) কামরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, “উড়োজাহাজ সংকটের কারণে আজ থেকে আমাদের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে।”

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

39m ago