ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট বন্ধ ঘোষণা করল ইউএস-বাংলা
অনির্দিষ্টকালের জন্যে ঢাকা-কাঠমান্ডু উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সংস্থাটির একটি উড়োজাহাজ ভেঙ্গে পড়ে অন্তত ৫১ জনের মৃত্যু হওয়ার দুদিন পর আজ (১৪ মার্চ) এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইউএস-বাংলা এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) কামরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, “উড়োজাহাজ সংকটের কারণে আজ থেকে আমাদের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে।”
Comments