ভারতকে হারাতে বাংলাদেশের চাই ১৭৭ রান

মন্থর পিচে টস জিতে ভারতকে আগে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলাদেশ। শ্লথ শুরুর পর উইকেট ধরে রেখে শেষ দিকে ঝড় তুলে পুষিয়ে দিয়েছে ভারতের ব্যাটসম্যানরা। রোহিত শর্মার ৮৯ রানে ৩ উইকেটে ১৭৬ রান করেছে ভারত।
Rohit Sharma
রোহিত শর্মা। ফাইল ছবি: এএফপি

মন্থর পিচে টস জিতে ভারতকে আগে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলাদেশ। শ্লথ শুরুর পর উইকেট ধরে রেখে শেষ দিকে ঝড় তুলে পুষিয়ে দিয়েছে ভারতের ব্যাটসম্যানরা। রোহিত শর্মার ৮৯ রানে ৩ উইকেটে ১৭৬ রান করেছে ভারত।  

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের পিচের ভাষা ঠিক আগের ম্যাচের মতো নয়। কিছুটা মন্থর হয়ে আসা উইকেটে রান বের করতে হাঁসফাঁস করছিলেন রোহিত শর্মার মতো ব্যাটসম্যানও। তাসকিন আহমেদের বদলে খেলতে নামা আবু হায়দার রনি আর রুবেল হোসেন ছিলেন মাপা লাইন-লেন্থে। শুরুতে মোস্তাফিজুর রহমানকেও দেখা গেছে আটোসাঁটো বোলিং করতে। তবু পিচের মতিগতি চট করে পড়ে নিয়েই পরিকল্পনা বদলালো ভারত। তাতে তারা ঠিকই ১৭৬ রান তুলে নিয়েছে।

রোহিত শর্মা টিকে থাকলে কি করতে পারেন তাই দেখিয়েছেন আরেকবার। এমনিতে ভালোই বল করছিলেন রুবেল-মোস্তাফিজরা। তবে তাদের চেয়েও চতুর ছিলেন রোহিত। তার স্বভাবের বাইরে আড়ষ্ট শুরুর পরও ৫ টি করে ছক্কা আর চারে ৬১ বলে করেছেন ৮৯ রান। 

নিদহাস ট্রফির আগের তিন ম্যাচেই ব্যর্থ ছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত, এই ম্যাচ দিয়েই ফিরলেন । শিখর ধাওয়ানের সঙ্গে উদ্বধোনী জুটিতেই আসে ৭০ রান। দশম ওভারে ২৭ বলে ৩৫ করা শিখর ধাওয়ানকে দারুণ ইয়র্কারে বোল্ড করেন রুবেল। ইনিংসের শেষ ওভারে ৩০ বলে ৪৭ রান করা সুরেশ রায়নাকেও আউট করেন রুবেল।ওই ওভারে ৮৯ করা রোহিতকেও রান আউট করেছেন তিনি। একের পর এক ইয়র্কারে দেন মাত্র ৪ রান।  ৪ ওভার বল করে ২৭ রান দিয়ে নেন ২ উইকেট। 

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার পর এবার ভারতের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। রেকর্ড রান তাড়া করে আগের ম্যাচে জিতেও উইনিং কম্বিনেশনে বদল এনেছে বাংলাদেশ। খরুচে বল করায় বাদ পড়েছেন তাসকিন আহমেদ। একাদশে এসেছেন বাঁহাতি পেসার আবু হায়দার রনি।

আগে বোলিং নেওয়া বাংলাদেশ অধিনায়কের মতে, ‘উইকেট দেখে খুব শুষ্ক মনে হয়েছে। স্পিনাররা ফল পেতে পারে, সময়ের সঙ্গে উইকেট ভালো হতে থাকবে।’

তবে টস হেরেও অসুবিধা হচ্ছে না ভারত। টস জিতলে আগে ব্যাট করার সিদ্ধান্তই নিতেন বলে জানান রোহিত শর্মা। বাংলাদেশের মত ভারতের একাদশেও একটাই বদল। জয়দেব উনাদকাতের জায়গায় খেলবেন পেসার মোহাম্মদ সিরাজ।   

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, আবু হায়দার রনি, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু।

Comments

The Daily Star  | English
train derailed in Tejgaon

Dhaka's rail link with rest of the country restored

The rail connectivity between Dhaka with the rest of the country has been restored 4.5 hours after the derailment of a train in Tejgaon

46m ago