আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

নেপালের কাঠমান্ডুতে সোমবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় আজ বৃহস্পতিবার শোক পালন করছে বাংলাদেশ।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্ত
নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৫১ জন প্রণ হারিয়েছেন। ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট/ এশিয়া নিউজ নেটওয়ার্ক

নেপালের কাঠমান্ডুতে সোমবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় আজ বৃহস্পতিবার শোক পালন করছে বাংলাদেশ।

আজ দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, বিদেশে বাংলাদেশের দূতাবাস ও মিশনসমুহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

সোমবার বিকেলে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা’র একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৫১ জন নিহত হন। সেখানে থাকা ৩২ বাংলাদেশি যাত্রীর মধ্যে ১০ জন বেঁচে আছেন। কাঠমান্ডুতে বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। 

বাসসের খবরে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে গতকাল বুধবার এক জরুরি বৈঠকে আজ শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার সারাদেশের মসজিদ, মন্দির, গির্জা এবং প্যাগোডাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা সভা করার কথাও ঘোষণা করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Yunus seeks US support to rebuild Bangladesh, implement reforms

Tells US delegation that Bangladesh is in a significant moment in its history

1h ago