কাঠমান্ডু থেকে আনা হলো আহত শাহরিনকে
নেপালে ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজ দুর্ঘটনায় আহত শাহরিন আহমেদকে (৩০) আজ (১৫ মার্চ) কাঠমান্ডু থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।
দুর্ঘটনায় আহত ১০ বাংলাদেশির মধ্যে প্রথম শাহরিন আহমেদকে ঢাকায় ফিরিয়ে আনা হলো।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপক (জনসংযোগ) তাসমিন আখতার দ্য ডেইলি স্টারকে বলেন, শাহরিনকে বহনকারী বিমানের একটি ফ্লাইট বিকাল পৌনে চারটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর থেকে শাহরিনকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে নিয়ে আসা হয়।
বারিধারা ডিওএইচএসের অধিবাসী মোস্তাক আহমেদ এবং ফেরদৌস মোস্তাক এর কন্যা শাহরিন দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হন।
গত ১২ মার্চ ৭১ জন যাত্রী ও ক্রু নিয়ে বিডি ৮কিউ-৪০০ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় বিধ্বস্ত হলে অন্তত ৫১ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ২৮ জন বাংলাদেশি।
দুর্ঘটনায় আহতদের কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Comments