মাগুরায় আটক বিরল প্রজাতির ৯০ কচ্ছপ গড়াই নদীতে অবমুক্ত
মাগুরায় উদ্ধার হওয়া বিরল প্রজাতির ৯০টি কচ্ছপ গড়াই নদীতে অবমুক্ত করা হয়েছে। আজ (১৬ মার্চ) সকালে হাইওয়ে পুলিশের উপস্থিতিতে বন বিভাগের কর্মকর্তারা কচ্ছপগুলো অবমুক্ত করেন।
মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের ইনচার্জ সাফুর আলী জানান, আজ ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা রামনগর থেকে তারা চট্টগ্রাম থেকে সাতক্ষীরাগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুটি বস্তায় ভরা ৯০টি কচ্ছপ উদ্ধার করেন।
যশোরের কেশবপুর উপজেলার মধ্যগ্রামের শমসের রহমানের ছেলে লুৎফর রহমান কচ্ছপগুলো ভারতে পাচারের জন্য চট্টগ্রাম থেকে সাতক্ষীরায় নিয়ে যাচ্ছিল বলে উল্লেখ করেন তিনি।
এ ঘটনায় আটক লুৎফর রহমানের নামে মাগুরা সদর থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে বলেও জানানো হয়।
জেলা বন সংরক্ষণ কর্মকর্তা রকিবুল ইসলাম জানান, হাইওয়ে পুলিশ কর্তৃক উদ্ধারকৃত বিরল প্রজাতির কচ্ছপগুলো আজ সকাল ১১টার দিকে কামারখালীর গড়াই নদীতে অবমুক্ত করা হয়েছে।
Comments