দেশে ফিরলেন কাঠমান্ডুতে আহত একই পরিবারের ৩ সদস্য

নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজ দুর্ঘটনায় আহত আরও তিন বাংলাদেশিকে আজ (১৬ মার্চ) বিকালে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাঁরা একই পরিবারের সদস্য।

নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজ দুর্ঘটনায় আহত আরও তিন বাংলাদেশিকে আজ (১৬ মার্চ) বিকালে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাঁরা একই পরিবারের সদস্য।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের একজন কর্মকর্তা ডেইলি স্টারকে জানান, আহত মেহেদী হাসান, সাঈদা কামরুন নাহার স্বর্ণা এবং আলমুন নাহার এ্যানিকে বহন করা বিমানের একটি উড়োজাহাজ বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইউএস-বাংলা এয়ারলাইনসের মুখপাত্র কামরুল ইসলাম বলেন, আহতদের বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়।

আহতদের অবস্থা স্থিতিশীল হলেও তাঁরা ভীত-সন্ত্রস্ত হয়ে আছেন। গতকাল তাঁরা উড়োজাহাজে চড়ে দেশে ফিরতে অস্বীকার করে সড়কপথে ফেরার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু, কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাতে রাজি হননি।

উল্লেখ্য, বিধ্বস্ত উড়োজাহাজের একজন আহত যাত্রী শাহরিন আহমেদকে গতকাল (১৫ মার্চ) কাঠমান্ডু থেকে ঢাকায় ফিরিয়ে আনা হয়। তাঁকেও ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

গত ১২ মার্চ ৭১ জন যাত্রী ও ক্রু নিয়ে বিডি ৮কিউ-৪০০ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় বিধ্বস্ত হলে অন্তত ৫১ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ২৮ জন বাংলাদেশি।

দুর্ঘটনায় আহতদের কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

নেপালে বিধ্বস্ত বিমানে ছিলেন একই পরিবারের ৫ জন

Comments

The Daily Star  | English
30 parties to join Jan 7 polls

30 parties to join Jan 7 polls: EC

Candidates of 30 out of 44 registered political parties have submitted nomination papers for the January 7 national election

2h ago