খেলা

আমার অন্যতম সেরা ইনিংস: মাহমুদউল্লাহ

এর আগেও চাপে পড়া দলকে একাই টেনে জিতিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই কাজটা করলেন আরও একবার। ছক্কা মেরে বাংলাদেশকে নিদহাস কাপের ফাইনালে তুললে বললেন এটা তার জীবনের অন্যতম সেরা ইনিংস।
Mahmudullah
১৮ বলে ৪৩ রানের ইনিংস খেলার পথে মাহমুদউল্লাহ। ছবি: এএফপি

এর আগেও চাপে পড়া দলকে একাই টেনে জিতিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই কাজটা করলেন আরও একবার। ছক্কা মেরে বাংলাদেশকে নিদহাস কাপের ফাইনালে তুললে বললেন এটা তার জীবনের অন্যতম সেরা ইনিংস।

শেষ দুই ওভারে দরকার ছিল ২৩ রান। শেষ ওভারে সেটা দাঁড়ালো ১২। স্বীকৃত ব্যাটসম্যান বলতে মাহমুদউল্লাহ একাই।  শেষ ওভারের নাটকীয়তায় ৪ বলে সমীকরণটা দাঁড়ালো ১২ রানে। তিন বলেই খেল খেতম করলেন মিস্টার কুল। ৪,২, ৬।  ১৮ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংসের বীরত্ব আঁচ করতে তখনো যেন গায়ে চিমটি কাটছেন কেউ কেউ। 

ব্যাটের দাপটে যতটা আগ্রাসী। মুখের কথায় ততই যেন বিনয়। ঠাণ্ডা মেজাজের মাহমুদউল্লাহ বললেন, 'আমার অন্যতম সেরা ইনিংস। সাকিব আসায় দল দারুণ বোস্ট আপ হয়েছে। পরিকল্পনা ছিল বল ভালোভাবে পেটাব। সাকিব যখন আউট হয়ে গেল তখন চাপে পড়ে যাই।' 

শেষ ওভারে নো বল না দেওয়া নিয়ে ম্যাচ বয়কট করতে চেয়েছিল বাংলাদেশ। দুদলের খেলোয়াড়দের মধ্যেও চলেছে বাক বিতণ্ডা। তবে এসব ভুলে যেতে চাইলেন বাংলাদেশের নায়ক, 'ম্যাচের শেষ দিকে অনাকাঙ্ক্ষিত যা হয়েছে তা আমরা ভুলে যেতে চাই।' 

Comments

The Daily Star  | English
earthquake in sylhet

Magnitude 5.5 earthquake jolts Dhaka, other parts of Bangladesh

A magnitude 5.5 earthquake struck Bangladesh this morning, the United States Geological Survey said, with no immediate reports of damage

51m ago