পরীমণি হঠাৎ করে সিলেটে
ছবির শুটিং শুরুর আগে পরিচালক ও তাঁর টিমের সঙ্গে লোকেশনের খোঁজে সিলেটে গিয়েছেন পরীমণি। সেখানে তাঁর প্রযোজিত প্রথম ছবির গল্পের সঙ্গে মিল রেখে লোকেশনের সন্ধান করছেন তিনি।
শামীম আহমেদ রনী পরিচালিত ‘ক্ষত’ ছবির শুটিং শুরু হবে আগামী মাসের শেষের দিকে। ছবিতে পরীমণির সঙ্গে অভিনয় করছেন জায়েদ খান।
পরীমণি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ছবির কাহিনির সঙ্গে মানানসই লোকেশন খুবই প্রয়োজনীয় একটা বিষয়। এর মাধ্যমে চরিত্রের বিন্যাস ও পরিস্ফুটন অনেক সহজ হয়ে যায়। এর ফলে দর্শকদের মনে গেঁথে যেতে পারে চরিত্রগুলো। তাই লোকেশনের খোঁজে হঠাৎ করেই শুক্রবার রাতে সিলেটে এসেছি।”
আজ (১৮ মার্চ) ঢাকায় ফেরার কথা রয়েছে ‘মহুয়া সুন্দরী’-খ্যাত এই অভিনেত্রীর।
উল্লেখ্য, নতুন প্রযোজনা সংস্থা ‘সোনার তরী’-র ব্যানারে প্রযোজক হিসেবে পরীমণির প্রথম ছবি হতে যাচ্ছে ‘ক্ষত’।
Comments