স্ট্রোকের পর পাইলট আবিদ সুলতানের স্ত্রী হাসপাতালে

নেপালে ইউএস-বাংলার বিধ্বস্ত উড়োজাহাজের পাইলট আবিদ সুলতানের স্ত্রীর মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হয়েছে। আজ সকালে অসুস্থ অবস্থায় তাকে শেরেবাংলানগরের জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর এক সপ্তাহের মধ্যে আকস্মিকভাবেই তাকে গুরুতর অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হলো।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ ভোর ৪টার দিকে আফসানা খানম তার বাসায় স্ট্রোকে আক্রান্ত হন। তারা জানান, সকাল ৭টায় তার অস্ত্রোপচার করা হয়েছে।
গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলার উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে পাইলট আবিদ সুলতান ও অপর তিন ক্রু সহ উড়োজাহাজটিতে থাকা ৭১ জনের মধ্যে ৫১ জন প্রাণ হারান।
Comments