শেষ বলের বাউন্ডারিতে সুপার লিগে খেলাঘর

ঢাকা প্রিমিয়ার লিগ ২০১৮

ম্যাচ জিততে শেষ বল থেকে ৩ রান দরকার ছিল খেলাঘর সমাজ কল্যাণ সমিতির। ব্যাটসম্যান মাসুম খান মেরে দেন বাউন্ডারি। ২ উইকেটে প্রাইম ব্যাংককে হারানোর পাশাপাশি সুপার লিগও নিশ্চিত করেছে দলটি।

রোববার বিকেএসপিতে টস হেরে আগে ব্যাটিং পেয়েছিল প্রাইম ব্যাংক। আল-আমিনের ৯৪ রানে ২৬১ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় তারা। অধিনায়ক অমিত মজুমদার আর অশোক মানারিয়ার দুই ফিফটিতে ওই রান তাড়ায় জিতেছে খেলাঘর।

এই জয়ে ১১ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে উঠে এসেছে চমক দেওয়া দল খেলাঘর।

রান তাড়ায় শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে খেলাঘর। তবে মিডল অর্ডার ব্যাটসম্যানদের দাপটে সেই চাপ সময়ের সাথে উবে যায়। তিনে নামা অমিত সর্বোচ্চ ৭১, রাফসান ৪০ ও ভারতীয় মানারিয়া করেন ৬৩ রান।

শেষ দিকে দ্রুত কয়েক উইকেট হারিয়ে ফের চাপে পড়ে তারা। পরে মাসুম খানের ২৩ বলে ৩৬ রানের ইনিংসে নাটকীয় জয় পায় খেলাঘর।

সকালে প্রাইম ব্যাংকের বিরুদ্ধে শুরু থেকেই তেতে ছিল খেলাঘরের বোলাররা। ২১ রানে ২ উইকেট তুলে চাপে ফেলে দেয় তাদের।পরে আল-আমিনের ৯৪ রানে ঘুরে দাঁড়ায় প্রাইম ব্যাংক। খেলাঘরের রবিউল ইসলাম দুই, সাদ্দাম হোসেন ৪ ও তানবীর ইসলাম ৩ উইকেট নেন। 

আবাহনী-শাইনপুকুর 

ফতুল্লায় রানের পাহাড় ঘরে শাইনপুকুরকে ৫৬ রানে হারিয়েছে টেবিলের এক নম্বর দল আবাহনী লিমিটেড। আগে ব্যাট করে নাজমুল হোসেন শান্তর ১৫০ রানের ইনিংসে ৩৩৫ রানের পাহাড় গড়ে আবাহনী। ওই রান তাড়া করতে গিয়ে শাইনপুকুর থেমেছে ২৭৯ রানে। সেঞ্চুরি করেছেন নবাগত ফারদিন হাসান অনি। আবাহনীর হয়ে মাশরাফি নিয়েছেন ২ উইকেট।

গাজী গ্রুপ ক্রিকেটার্স- প্রাইম দোলেশ্বর 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বরকে ৪ উইকেটে হারিয়ে সুপার লিগের আশা জিইয়ে রেখেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। আগে ব্যাট পাওয়া দোলেশ্বর ফজলে মাহমুদের ফিফটিতে মাত্র ১৮৬ রান সংগ্রহ করে। রান তাড়ার পথটা একদম অনায়াসে নয় গাজীরও। ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় তারা। সর্বোচ্চ ৫৯ রান করেন মেহেদী হাসান।  

Comments

The Daily Star  | English

US at war with Iran's nuclear programme, not Iran: JD Vance

Iran's top security body to decide on Hormuz closure after parliament approval

12h ago