নেপাল থেকে ১৭ বাংলাদেশির মরদেহ আসছে সোমবার
নেপালের রাজধানী কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মধ্যে ১৭ জনের মরদেহ আসছে আগামীকাল সোমবার (১৯ মার্চ) বিকালে।
নেপালে অবস্থিত বাংলাদেশ চ্যানসারি অ্যাম্বেসির প্রধান এবং ফাস্ট সেক্রেটারি মোহাম্মদ আল আলামুল ইমাম দ্য ডেইলি স্টারকে বলেন, মরদেহগুলো বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে করে নিয়ে আসা হবে।
সোমবার সকাল ছয়টায় মরদেহগুলো প্রথমে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ মিশনে নিয়ে আসা হবে। সেখানে তাঁদের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর, তাঁদেরকে বিকাল চারটায় দেশে ফিরিয়ে আনা হবে।
নিহত ১৭ আরোহীর আত্মীয়দের ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি চার্টার্ড করা উড়োজাহাজে করে ইতোমধ্যে নেপালে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১২ মার্চ, কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ অবতরণ করার সময় বিধ্বস্ত হলে ৭১ আরোহীর মধ্যে অন্তত ৫১ জন নিহত হন। তাঁদের মধ্যে ২৮ জন বাংলাদেশি, ২২ জন নেপালি এবং একজন চীনা নাগরিক।
Comments