মোস্তাফিজ-সৌম্যের শেষ স্পেল ম্যাচে ফিরিয়েছিল: সাকিব

এবার ছক্কা মেরে বাংলাদেশকে নির্ঘুম রাত উপহার দিলেন দিনেশ কার্তিক। আরও একবার ফাইনালে হারল বাংলাদেশ। এমন হারে ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসান কাউকেই দোষ দিতে চাইলেন না।
Shakib Al Hasan
ম্যাচ হেরে হতাশ অধিনায়ক সাকিব আল হাসান। ছবি: এএফপি

আবারও এক নখ কামড়ানো উত্তেজনা। এবার শেষটা বিষাদের। ঠিক আগের ম্যাচে ছক্কা মেরে বাংলাদেশকে ফাইনালে তুলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার ছক্কা মেরে বাংলাদেশকে নির্ঘুম রাত উপহার দিলেন দিনেশ কার্তিক। আরও একবার ফাইনালে হারল বাংলাদেশ। এমন হারে ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসান কাউকেই দোষ দিতে চাইলেন না। 

শেষ ৩ ওভারে ভারতের দরকার ছিল ৩৫ রান। মোস্তাফিজের বল থেকে এল মাত্র ১ রান, উইকেটও পড়ল একটি। পরের ওভারে বল করতে এসে দিনেশ কার্তিকের তাণ্ডবের শিকার হলেন রুবেল হোসেন। ২২ রান এলো ওই ওভার থেকে। ম্যাচে ফেরা ভারতের শেষ ওভার থেকে লাগত ১২ রান। প্রথম ৫ বলে মাত্র ৭ রান দিয়ে মানিষ পান্ডেকে ফিরিয়ে দিলেন সৌম্য। ম্যাচ আবার চলে এল বাংলাদেশের কাছে। শেষ বলে দরকার ৫। স্ট্রাইক পেয়ে কার্তিক মেরে দিলে ছক্কা। যেন পেরেক টুকে দিলেন বাংলাদেশের বুকে। অধিনায়ক সাকিব গর্বিত তার দলের বোলার ফিল্ডারদের নিয়ে,  'সৌম্য এবং মুস্তাফিজের শেষ সময়ের স্পেলই আমাদেরকে ম্যাচে ফিরিয়েছে। রুবেল প্রথম ৩ ওভারে খুব ভালো বল করেছে। সবাই ভালো করেছে। কাউকে দোষ আমি দিতে পারব না। হয়ত দুটি ওভার খারাপ হয়েছে পুরো ম্যাচে, মিরাজের একটি আর রুবেলের ওই এভার। এটা হতেই পারে টি-টোয়েন্টি ম্যাচে। আমি শুধু বলতে পারি, আমি পুরো দলের বোলিং ও ফিল্ডিং নিয়ে গর্বিত।' 

'মুস্তাফিজ সেই অসাধারণ ওভারটি করার পর, ২ ওভারে ওদের ৩৪ দরকার ছিল। রুবেল আজ ছিল তখনও পর্যন্ত আমাদের সেরা বোলার। ৩ ওভার দুর্দান্ত বোলিং করেছিল। মাত্র ১৩ রান দিয়েছিল। ওর ওপর আমার বিশ্বাস ছিল। অনেকবারই শেষের দিকে দলের জন্য কাজটা করে দিয়েছে ও।'

শেষ ওভার করানোর জন্য সৌম্যকে প্রস্তুতই রেখেছিলেন অধিনায়ক। ভেবেছিলেন রুবেল খারাপ বল করলেও সৌম্যর জন্য ২০ রান থাকবে। কিন্তু রুবেল ২২ রান দেওয়ায় শেষ ওভারে সমীকরণ এসে দাঁড়ায় ১২ রানে। যা কাছে গিয়েও আটকাতে পারেননি সৌম্য, 'আমি ভাবছিলাম যে রুবেল বাজে বল করলেও হয়ত ১৫ রান দেবে। শেষ ওভারে সৌম্যর জন্য ২০ রান থাকবে, হয়ত বেশ আত্মবিশ্বাসী থাকবে। এজন্যই রুবেলকে ১৯তম ওভারে এনেছিলাম। আজ হয়নি।'

শেষ বলে দরকার ৫ রান। ভারতের জিততে হলে ছক্কাই মারতে হত। আর সেটাই করলেন কার্তিক। প্রথম ৫ বলে মাত্র ৭ রান দিয়ে ১ উইকেট নেওয়া সৌম্যর তখন মাটিতে মিশে যাওয়ার জোগাড়। আগের সবগুলো বল ইয়র্কার লেন্থে করে ফল পেয়েছিলেন সৌম্য। স্নায়ুর চাপ এতই বেশি হয়ে যায় যে, তিন বল পর মাথায় পানিও দেন তিনি। শেষ বলটি লেন্থ গড়বড় হয়ে যাওয়ায় সীমানার ওপারে ফেলেন কার্তিক। অধিনায়ক জানালেন বেশি কিছু বলে ওইসময় বোলারকে বিভ্রান্ত করতে চাননি তিনি, 

'আমার দিক থেকে কোনো নির্দেশনা ছিল না। এসব মুহূর্তে আমি মনে করি কিছু না বলাই ভালো। আমি শুধু ওকে বলেছিলাম, একটু সময় নিতে। কারণ তাড়াহুড়ো করলে যেটা করার কথা সেটা করা হয়ে ওঠে না। সময় নিতে বলেছিলাম। আজকে দিনে ওর যে ৩ ওভার, অনেক দিনে অনেকের চার ওভারের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল।'

রোববার নিদহাস কাপের ফাইনালে শেষ বলে গিয়ে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতল ভারত। এই নিয়ে ৫টি ফাইনাল হারল বাংলাদেশ। নিজেদের সেরাটা দিয়েও আরও একটি ফাইনাল জিততে না পারায় আক্ষেপের কথা শুনিয়েছেন সাকিব আল হাসান। কৃতিত্ব দিয়েছেন প্রতিপক্ষকে। 

'ফাইনালে ম্যাচে এরচেয়ে বেশি আর কি হতে পারে। আমার মনে হয় আমরা দুর্দান্ত খেলেছি। যেকেউ জিততে পারত। ভারত তাদের স্নায়ু ধরে রেখেছে। অনেক ইতিবাচক কিছু নিয়েছি আমরা এই ম্যাচ থেকে। একদিন জয়ী দলে থাকব।' 

Comments

The Daily Star  | English
Gaza genocide

A civility test between Israelis and Palestinians

As opposed to the negative and pejorative assumptions about Palestinians, Israelis are routinely described as civilised and democratic.

8h ago