৮ মে পর্যন্ত খালেদার জামিন স্থগিত

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ আগামী ৮ মে পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ।
এই মামলায় পাঁচ বছরের সাজা পেয়ে খালেদা এখন কারাগারে। সর্বোচ্চ আদালতের এই আদেশের ফলে আগামী ৮ মে’র আগে খালেদার আর কারামুক্তি হচ্ছে না।
আজ সোমবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। জামিন স্থগিতের পাশাপাশি খালেদার জামিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিলের অনুমতি দেওয়া হয়। এর ফলে এখন দুদক ও রাষ্ট্রপক্ষ খালেদার জামিনের বিরুদ্ধে পৃথক আপিল আবেদন করতে পারবে।
সেই সাথে দুদক ও রাষ্ট্রপক্ষকে আগামী দুই সপ্তাহের মধ্যে আপিলের সংক্ষিপ্ত সার জমা দিতে সময় বেঁধে দিয়েছেন আদালত। দুদক ও রাষ্ট্রপক্ষ আপিলের সংক্ষিপ্ত সার জমা দেওয়ার পর খালেদা জিয়াকেও দুই সপ্তাহের মধ্যে আপিল আবেদনের সংক্ষিপ্ত সার জমা দিতে বলেছেন আদালত।
আদেশের পর প্রধান বিচারপতি বলেছেন, মামলার নথি পর্যালোচনা করে আপিল বিভাগের চারজন বিচারপতিই সর্বসম্মতিক্রমে এই আদেশ দিয়েছেন।
দুদকের আইনজীবী এডভোকেট খুরশিদ আলম খান দ্য ডেইলি স্টারকে বলেছেন হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে আগামী ৮ মে আপিল শুনানির দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ। এর ফলে আগামী ৮ মে’র আগে খালেদা কারাগার থেকে ছাড়া পাচ্ছেন না।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়ে রায় দেন বিচারিক আদালত। রায় ঘোষণার পর নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে। এর পর জামিন চেয়ে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। এর ওপর শুনানি নিয়ে ১২ মার্চ হাইকোর্ট তাকে চার মাসের জামিন দিয়েছিলেন।
Comments